শিলিগুড়িতে মিনি মার্কেট – ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপো ২০২১ এর শুভ উদ্বোধন হল

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৭শে ফেব্রুয়ারি, ২০২১: শিলিগুড়ির সিটি সেন্টার মলে মিনি মার্কেট – ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপো ২০২১ এর উদ্বোধন করা হয়েছে গতকাল। এই এক্সপো ২৬ ফেব্রুয়ারী থেকে ১৭ মার্চ সকাল ১১ টা থেকে রাত ৯ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এক্সপোর প্রথম দিনে অনেক মানুষের আগমন ঘটে। বহু মানুষ এক্সপো পরিদর্শন করলেন। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা প্রদর্শনীর অভিজ্ঞতা নিতে মলে এসেছিলেন। প্রদর্শনীর লক্ষ্য হল দেশের বিভিন্ন স্থানের শিল্প ও সংস্কৃতি প্রচার করা। উদ্বোধনের সময় মিনি মার্কেট ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপো ২০২১ এর আয়োজক শ্রীমতী স্নিগ্ধা দত্ত উপস্থিত ছিলেন। চামড়া ব্যাগ, কৃত্রিম গহনা, ডিজাইনার কাপড়, লখনৌণী কুর্তি, ভাগলপুরী শাড়ি, কাশ্মীরি শাল এবং পোশাক, পাঞ্জাবি জুট্টি, কার্পেট এবং হোম সজ্জা ইত্যাদি সহ এক্সপোর অনেকগুলি বিভাগ রয়েছে। মিনি মার্কেট ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপো ২০২১ এর আয়োজক স্নিগ্ধা দত্ত বলেন, “শিলিগুড়িতে আমরা এই এক্সপোটি আয়োজন করতে পেরে সত্যিই আগ্রহী। উত্তরবঙ্গ সবসময়ই নতুন ফ্যাশন এবং প্রবণতাগুলির জন্য জায়গা। লোকেরা বর্তমান প্রবণতা চেষ্টা করতে এবং উপভোগ করতে পছন্দ করে। আমরা আশাবাদী যে এই অঞ্চলের লোকেরা এক্সপো পছন্দ করবে।”শ্রীমতী দত্ত আরও বলেন, “আমি এই সুযোগের জন্য সিটি সেন্টার মলকেও ধন্যবাদ জানাই। আমরা এই মেগা এক্সপোটির অপেক্ষায় রয়েছি। আগামী দিনের রাজ্যের অন্যান্য অংশেও আমরা এই জাতীয় এক্সপোসের আয়োজন করব”।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!