ফালাকাটায় ওরস মোবারক উপলক্ষে আজ অনুষ্ঠিত হলো রক্তদান শিবির
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৭শে ফেব্রুয়ারি, ২০২১: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের মধ্য দেওগাঁও খানকাহ শরীফ প্রাঙ্গণে ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের প্রতিষ্ঠাতা তথা চিশতিয়া মতাবলম্বী পির খাজা মহবুব আলম চিশতি রহমতুল্লাহর পূণ্য আদর্শে ৫৬ তম বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে আজ অনুষ্ঠিত হলো জাতির সেবায় স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে মোট ৪৫ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায়। রক্তদান শিবির ছাড়াও এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বস্ত্রদান এবং ধর্মীয় আলোচনা সভা। ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের পরিচালনায় মধ্য দেওগাঁও খানকাহ শরীফ ওরস কমিটির সহযোগিতায় আজকের এই উদ্যোগ বলে জানা যায়। ভারতের জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ফালাকাটা ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা রক্ত সংগ্রহ করেন বলে জানা যায়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের সভাপতি খাজা খায়রুল আলম চিশতী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সদস্য রঞ্জন বর্মন, দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রোহিফুল আলম, পঞ্চায়েত সদস্য সুশীল বর্মন সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)