শিবরাত্রীর প্রসাদ খেতে এসে পুলিশের হাতে অবৈধ সর্ম্পককারী শিক্ষক
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১৫ই ফেব্রুয়ারি ২০১৮: শিবরাত্রীর প্রসাদ খেতে এসে পুলিশের হাতে গ্রেফতার নাবালিকা ছাত্রীর সঙ্গে অবৈধ সর্ম্পক কারী শিক্ষক। জানা গিয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের ঘুঘুডাঙ্গা এলাকার বাসিন্দা অভিযুক্ত শিক্ষকের নাম অভিজিৎ মন্ডল। বিন্নাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্কুলের পাশের বাসিন্দা এক নাবালিকা ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। ঘটনায় জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ এই প্রাথমিক শিক্ষককে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত অভিজিৎ মন্ডলের দাবি এক বছর আগে এই স্কুলে শিক্ষকতায় যোগ দেয়। এরপর থেকে স্কুলের পাশের বাড়ির নাবালিকার ছাত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক শুরু হয়। তিনি সহবাসও করেন বলে স্বীকার করে নেন। বুধবার নাবালিকা ছাত্রীটি তাকে তার বাড়িতে ডাকে শিব পুজো উপলক্ষ্যে ডাকলে সেখানে সে উপস্থিত হলে কিছুক্ষনের মধ্যেই পুলিশ এসে শিক্ষককে তুলে নিয়ে যায়। জানাগিয়েছে, এই নাবালিকা ছাত্রীটি দুই মাসের অন্ত:সত্তা বলে পুলিস জানতে পেরেছে। এলাকায় বাসিন্দা অন্নকান্ত দাস জানান, ঘটনায় খবর পেয়ে ছুটে আসলাম। ধর্ষনের অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। এদিকে জলপাইগুড়ি কোতয়ালি থানা সুত্রে জানা গিয়েছে নাবালিকার সাথে সহবাসের অভিযোগে আমরা পসকো এ্যাক্টে মামলা রুজু করছি। ঘটনার তদন্ত করা হচ্ছে।