ময়নাগুরিতে হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে পুলিশের গান্ধীগিরি
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৫ই ফেব্রুয়ারি ২০১৮: বৃহস্পতিবার ময়নাগুরি টাফিক ওসি ও হাইওয়ে ট্রাফিক ওসির যৌথ উদ্দেগে হেলমেট বিহীন বাইক চালকদের কোন ফাইন করে নয় রিতিমত চকলেট দিয়ে হেলমেট পড়ার বিষয়ে সতর্ক করেন। যদিও এদিন ময়নাগুরিতে হেলমেটবিহিন বাইকের পরিমান খুব কম চোখে পরে। মানুষের মধ্যে এই হেলমেট পরার ব্যপারে যথেষ্ট খুশি পুলিশ মহল। কিছু সময় পর ময়নাগুরি থানার আই.সি তৌহিদ আনোয়ার সিদ্দিকি ও আসেন ও হেলমেট বিহীন বাইক চালোকের হাতে চকলেট তুলে দেন এবং হেলমেট পরার বিশয়ে বলেন। এদিনের পুলিশের এই কাজের ভূয়ষি প্রশংসা করেছেন সাধারন মানুষ।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)
Facebook Comments