রেকর্ড – রেকর্ড – রেকর্ড । বাঘাযতীন অ্যাথলেটিক এক ইনিংসে ৫২৪ রান

প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৮শে ফেব্রুয়ারি ২০১৮: ফেব্রুয়ারি: খেলা না দেখে স্কোর দেখলে ভাববেন এটা একদিনের ক্রিকেট না টেস্ট ক্রিকেট। ঠিক তাই আজ এক অঘটন ঘটলো শিলিগুড়ির ক্রিকেটে। জাস্ট ভাবুন একদিনের ক্রিকেট ম্যাচে ৪৫ ওভারে এক ইনিংসে স্কোর ৫২৪ তাও আবার ১ উইকেটের বিনিময়ে। এমনি এক ইতিহাসের সাক্ষী থাকলো যে গুটি কয়েক দর্শক আজ মাঠে ছিল। শিলিগুড়ি সুপার ডিভিশন ম্যাচে আজ পরস্পর মুখমুখী হয় শিলিগুড়ি স্পোর্টিং ইউনিয়ন এবং শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের। প্রথমে টসে জিতে শিলিগুড়ি স্পোর্টিং ইউনিয়ন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঠিক তারপর থেকে শুরু হয়ে যায় রান মেশিনে রান তোলা। বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব ৪১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫২৪ রান তোলে। ওয়েট করুন, পরের গুলো আরও হতবাক করার মত ব্যাপার। বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের হয়ে অপরাজিত ৮৮ বলে ২৩৫ রান করে আশুতোষ মজুমদার। তার রান মেশিনের সঙ্গী কিশোর ভগৎ, যার সংগ্রহ ৬২ বলে ১৩১ রান এবং রাজকমল প্রসাদ ১১৫ রান। বলে রাখা ভাল আশুতোষ কিন্তু ওয়ান ডাউনে নেমেছিল মাঠে। আমরা দুঃখিত যে শিলিগুড়ি স্পোর্টিং ইউনিয়নের বোলিং স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাদের এবং শিলিগুড়ি স্পোর্টিং ইউনিয়নের বোলারদের আর লজ্জা দেব না। অতি উতসাহিত হলে ক্রীড়া পরিষদের রেকর্ড থেকে জেনেও নিতে পারেন। জবাবে শিলিগুড়ি স্পোর্টিং ইউনিয়ন ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে গুটিয়ে যায়। যদিও ক্লাব ক্রিকেটে এক ইনিংসে ২৩৫ রান ওয়ার্ল্ড রেকর্ড নয়, কিন্তু আশুতোষ মজুমদারের এই ঝড়ো ইনিংস শিলিগুড়ির তথা রাজ্যের ইতিহাসে ক্রিকেটিও স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আসা করা যায়। তবে ক্লাব ক্রিকেটে এক ইনিংসে ৫২৪ রান, তিন জন ব্যাটসম্যান এর সেঞ্চুরি করা, তার মধ্যে একজন ডাবল সেঞ্চুরি, এবং ৪৬৪ রানের ব্যাবধানে একদিনের ক্রিকেটে জয ইত্যাদি, কবে কোথায় হয়েছিল হয়ত গুগলকে ৭ দিন ঘাটলেও পাওয়া যাবে কিনা সন্দেহ।

ছবিঃ প্রনব দাস (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!