ইসলামপুরের দারিভিটকাণ্ডের পর শান্তির দাবীতে বিভিন্ন গণসংগঠনের ডেপুটেশন
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৮শে সেপ্টেম্বর, ২০১৮: দারিভিটকাণ্ডে এলাকায় শান্তির দাবীতে ইসলামপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল গণসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও এদিন দারিভিটে মৃত দুই ছাত্রের বাড়িতে তাঁদের পরিবারের সাথে দেখা করেন। স্বরাজ অভিযান, স্বরাজ ইন্ডিয়া, টাসো ও এনএপিএম চারটি গণসংগঠনের নেতৃবৃন্দ। জানা গিয়েছে, ন্যাশনাল আলাইন্স অফ পিউপল মুভমেন্ট (এনএপিএম) এর কল্যাণ সেনগুপ্ত, স্বরাজ অভিযানের সমীর দাস, স্বরাজ ইন্ডিয়ার বিশ্বজিৎ সাহা, সিপিআইএমএল (রেড স্টার) এর বীরেন সরকার ও ট্রান্সফারড এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশনের পাসারুল আলম সহ কোলকাতা রায়গঞ্জ ও ইসলামপুরের মোট ৩০ জনের টিম এদিন দারিভিটে যায় এবং ফিরে এসে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। দারিভিটে মৃত ছাত্রের পরিবারের সাথে গণসংগঠনের নেতৃবৃন্দরা কথা বলেন। এলাকার বেশকিছু মানুষের সাথেও তাঁরা কথা বলেন। এনএপিএম এর কল্যাণ সেনগুপ্ত বলেন, এখানকার শাসকদল তৃণমূল নিজের প্রভাব বাড়াতে গিয়ে আগ্রাসীভাবে সংগঠন বাড়াতে গিয়ে সংবিধানে যে গণতান্ত্রিক ব্যবস্থাটা আছে সেই গণতান্ত্রিক শক্তিগুলিকেই শক্তিহীন করে ফেলছে। টাসোর পাসারুল আলম বলেন, দুই ছাত্রের সঠিক বিচার পাওয়া উচিত। রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে রাজনীতি করছে। তবে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কাজ করে যাবো। সেকারনেই মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)