মেখলীগঞ্জে ট্রাক ও বাইকের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক আশঙ্কাজনক দুই
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ২৮শে সেপ্টেম্বর, ২০১৮: পণ্যবাহী ট্রাকের সাথে বাইকের মুখমুখী সংঘর্ষে মৃত এক বাইক আরোহী, আশঙ্কাজনক দুই জন৷ কোচবিহার জেলার মেখলীগঞ্জের জামালদহের 12A রাজ্য সড়কের ঘটনা৷ শুক্রবার রাতে জামালদহ এলাকায় পণ্যবাহী ট্রাক ঠিক্ উল্টো দিক থেকে আসা মোটর বাইকটিকে ধাক্কা মারে।
পাকা রাস্তার ওপরেই প্রায় দেড়শো মিটার রাস্তা বাইক সহ তিনজন আরোহীকে ছেচরিয়ে নিয়ে যায়৷ ঘটনাস্থলে তিনজনই আশঙ্কাজনক ছিল৷ স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় প্রথমে তাদের জামালদহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে জলপাইগুড়ির সুপার স্পেসালিটি হাসপাতাল রেফার করা হয়৷ আহতদের জলপাইগুড়ি নিয়ে যাবার সময় পথেই মৃত্যু হয় একজনের৷ বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ মৃত যুবকের নাম প্রসেঞ্জিৎ সরকার (২৬)। বাকি আশঙ্কাজনক দুজনের নাম অজয় বর্মণ ও তাপস বর্মণ৷ তিনজনের বাড়ি মাথাভাঙ্গা ব্লকের গোপালপুর ও জোরেশিমুলী এলাকায়৷
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)