নকশালবাড়িতে আদিবাসী মহাসভা পরিবার অংশগ্রহণ করল করম পূজায়
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২১ই সেপ্টেম্বর, ২০১৮: শুক্রবার নকশালবাড়িতে আয়োজিত করম পূজায়, আদিবাসী মহাসভা পরিবারের পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী মহাসভার কর্মকর্তা এবং অধ্যক্ষ প্রেম কুমার মহাশয় এবং তিনি উক্ত পুজোয় আরাধনাও করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে, নানা জায়গার থেকে আগত মহাসভার সদস্য এবং সদস্যাগণ উপস্থিত থেকে আরাধনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী মহাসভার সভাপতি শ্রীমতি আশা তেতে, ভারপ্রাপ্ত সভাপতি প্রেম কুমার ছাড়াও ববি ওঁরাও, বেনজামিন কুজুর প্রমুখরা।
Facebook Comments