পূজার আগে ফালাকাটায় সর্বপ্রথম খুলল পর্যটনের জন্যে ট্যুর অপারেটর

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২১ই সেপ্টেম্বর, ২০১৮: পুজোর মুখে পর্যটনের নতুন ডালি নিতে হাজির ফালাকাটা দুই তরুণ তুর্কি শেখর গোপ ও বিধুভূষণ সাহা। ফালাকাটায় বেসরকারি উদ্যোগে এই সর্বপ্রথম পর্যটনের দিশা দেখালো শেখর বিধুভূষণ দুই বন্ধু। কলেজের গন্ডি পেরিয়ে তথাকথিত সরকারি চাকরির পেছনে না দৌড়ে প্রকৃতি কে ভালোবেসে নিজেদের বেড়ানোর শখকে রোজগারের পথ করে নিয়েছে। এখন তারই এখান থেকে ভ্রমণ পিপাসুদের মনের বাসনা পূরণ করছে। ভ্রমণ পিপাসুদের মনের বাসনা পূরনের লক্ষে ফালাকাটায় বেসরকারি উদ্যোগে এই সর্বপ্রথম ট্যুর ও ট্রাভেলসের উদ্ব্বোধন করেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, উপস্তিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, সহ সভাপতি শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস, ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য প্রমুখ। বিধায়ক শ্রী অনিল অধিকারী ফিতে কেটে এর দ্বারউদ্ঘাটন করে এবং এদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, এস.বি টুর ও ট্রাভেলস ফালাকাটায় নতুন দিশা দেখাবে। পর্যটনের মানচিত্রে এরা আগামীদিনে একটি বিশেষ জায়গা করে নেবে। এখানে একই ছাদের নিচে বিভিন্ন দর্শনীয় স্থান, যাবার জন্য বাস ট্রেন, এরোপ্লেন, থাকার জন্য হোটেল, ভিলেজ হোম স্টে, প্রভৃতি পাওয়া যাবে। ভারত তথা বিশ্ববাসী এদের মাধ্যমে ডুয়ার্সকে জানবে। ডুয়ার্স বাসিও জানার সুযোগ পাবে। শেখর এবং বিধুভূষণ দুই বন্ধু বলেন, লেখাপড়া শেষ করে আমরা দুই বন্ধু মিলে ২০১৬ সালে থেকে মানুষ কে ডুয়ার্স ঘোরানোর মধ্যদিয়ে শুরু হয় আমাদের পথ চলা। এখন আমরা ডুয়ার্স পেরিয়ে পৌছে গেছি ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান থেকে আন্দামান, পোর্টব্লেয়ার, বাংকক পাটায়ায়। এখন জনগণের সুবিদার্থে এখান থেকেই পাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার সকল তথ্য। এস.বি টুর ও ট্রাভেলস ফালাকাটায় সর্বপ্রথম পর্যটনের সাথে স্বাস্থ্য পরিষেবার তথ্যও পরিবেশনের পাশাপাশি পৌছে দেবে সেই স্থানে, যেখানে জনগণ যেতে চায়।

ছবি ও ভিদিওঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!