ময়নাগুরিতে সম্পন্ন হল তৃনমূলের প্রাক জেলা সম্মেলন মহা মিছিল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৩শে ফেব্রুয়ারি ২০১৮: আসন্ন পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেলো। আগামি রবিবার ময়নাগুরি বলখেলার মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস, মন্ত্রী শ্রী গৌতম দেব, শ্রী সৌরভ চক্রবর্তী, জলপাইগুড়ি জেলা সাংসদ প্রমুখ ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।
এই সম্মেলনের আগে শুক্রবার ময়নাগুরিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল মিছিল বের করা হয়। এই মিছিল সমগ্র ময়নাগুরি পরিক্রমা করে। এদিনের মিছিল সম্পর্কে তৃণমূল কৃষি কর্মাদক্ষ শ্রী মনোজ রায় জানান আগামী রবিবারে ময়নাগুরিতে হওয়া জেলা সম্মেলন কে সফল করার উদ্দেশ্যেই এই প্রচার মিছিল। তিনি আরো বলেন এদিনের এই মিছিলে জনগনের মধ্যে ব্যপক সারা মিলেছে। এদিনের এই মিছিলে মা মাটি সরকারের জনকল্যান সমূহ মানুষের মধ্যে তুলে দেবার প্রচেষ্টা করা হয়েছে। এদিনের এই মিছিলে সমাজের বিভিন্ন মানুষ জন পা মেলান। আগামী রবিবারের জেলা সম্মেলনে প্রায় ১লক্ষ মানুষের সমাগম হবে বলে জানান মনোজ বাবু।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)