ধুপগুড়িতে সর্বস্ব লুঠ করে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ২২শে এপ্রিল, ২০১৮: আবার ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। এবার অভিযোগ এক বেক্তির সর্বস্ব লুঠ করে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় ধুপগুড়ির গাদং গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার শিকার ব্যক্তি আহত অবস্থায় এই মুহুর্তে জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে গাদং ১ নং গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল এলাকায়। জানা গিয়েছে স্থানীয় লোকজন শনিবার রাতে এক ব্যক্তিকে রেল লাইনের ধারে আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তৎক্ষনাৎ খবর দেওয়া হয় ধুপগুড়ি থানায়। খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। পুলিশি জিঞ্জাসাবাদে জানা যায় এই ব্যক্তির নাম মানপাল সিং(২৪)। তিনি উত্তরাখন্ড রাজ্যের তাহারি গড়িয়াল জেলার থানে থানা এলাকার অর্ন্তগত সিংজল এলাকার বাসিন্দা। এই ব্যক্তি পুলিশকে জানায় অসমের ক্যামাক্ষা থেকে দিল্লী যাচ্ছিল একটি ট্রেনে। ট্রেনে থাকা এক দুষ্কৃতী তাকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেয় এবং ধাক্কা মেরে ফেলে দেয়। তাকে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে উদ্ধারকারী লোকজন ঘটনাস্থলে একটি রেলের টিকিট এবং নগদ ১৫০ টাকা পান। এরপর তা থানায় গিয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়।পুলিশ সুত্রে জানানো হয়েছে এই ব্যক্তির চিকিৎসা চলছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)