নতুন ধর্মের স্বীকৃতির দাবীতে ইসলামপুরে আদিবাসীদের রেল ও পথ অবরোধ

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২১শে মে, ২০১৮: লিঙ্গায়েত ধর্মের সাথে ‘সারনা’ ধর্মের স্বীকৃতির দাবীতে সোমবার পাঁচ রাজ্যের রেল পরিষেবা স্তব্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী সেঙ্গেল অভিযান (এএসএ) ও ঝাড়খন্ড দিশম পার্টি (জেডিপি)। জানা গিয়েছে, স্বাধীনতার ৭১ বছর পরেও সাংবিধানিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত আদিবাসীরা বাংলা, বিহার, উড়িষ্যা, অসম ও ঝাড়খণ্ডে এই বনধের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীর পাশাপাশি পাঁচ রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠানো হয়েছে যাতে সরকারের তরফে পিইএসএ কানুন ১৯৯৮, সমতা ফাইসলা ১৯৯৭, বনাধিকার কানুন ২০০৬ ও সিএনটি/ এসপিটি কানুন সহ ১০ দফা দাবীতে আলোচনার সুযোগ গড়ে ওঠে। এদিনের বনধে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর পূর্বের রেল যোগাযোগ ব্যবস্থা। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি, ইসলামপুরের আলুয়াবাড়ী রোড, বিহারের কিশনগঞ্জ, কানকি, ডালখোলা, বারসই সহ বিভিন্ন স্টেশনে বহু দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনকেও আদিবাসীদের বিক্ষোভের জেরে আটকে পড়তে হয়। এদিনের অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। বিকাল ৬টার পর অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা গিয়েছে। আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা মনোজ মুর্মু বলেন, আমাদের দাবী না মানা হলে আগামীতে আমরা এর চেয়েও বৃহত্তর আন্দোলনে সামিল হতে পিছপা হবনা।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!