মুখ্যমন্ত্রী সফরের আগে উদ্ধার অপহৃত আলিপুরদুয়ারের ব্যাবসায়ী

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই আলিপুরদুয়ার ৭ই জানুয়ারি ২০১৮:  মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার জেলা সফরের আগে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ারের পুলিশ। আলিপুরদুয়ার ১ নং ব্লকের পূর্ব কাঠালগুড়ি গ্ৰাম পঞ্চায়েত এলাকার পলাশবাড়ি বাসিন্দা স্বপন দাস। মাত্র পাঁচ দিনের মাথায় আলিপুরদুয়ারের পলাশবাড়ির শিলবাড়িহাট থেকে অপহৃত ব্যাবসায়ীকে উদ্ধার করল পুলিশ। তাকে ৩ জানুয়ারী  পলাশবাড়ি থেকে একটি গাড়িতে করে অপহরন করে দুষ্কৃরী। কোচবিহারের দিনহাটার বাংলাদেশ সীমান্তের করলা সীমান্ত থেকে ব্যাবসায়ী স্বপন দাসকে রবিবার ভোরে উদ্ধার করে আলিপুরদুয়ার পুলিশ। গ্রেফতার ৪ জন সহ উদ্ধার বেশ কিছু আগ্নেয় অস্ত্র। ব্যাবসায়ী স্বপন দাসকে সামান্য জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ৩ জানুয়ারী শিলবাড়িহাট থেকে ব্যাবসায়ী স্বপন দাস কে অপহরণ করে দুষ্কৃতীরা। তাকে একটি মারুতি গাড়ি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বাড়িতে ফোন করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ টাকা দাবি করা হয় বলে খবর। আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জমা হওয়ার পর পুলিশ তদন্তে নামে। সহযোগিতা করে সিআইডি। শেষ পর্যন্ত ব্যাবসায়ী উদ্ধার করে পুলিশ। আলিপুরদুয়ারের পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ জানান, এই ঘটনায় ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। একটি ওয়ান শাটার সহ কার্তুজ উদ্ধার হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে আলিপুরদুয়ারের দুই অফিসার ও দিনহাটা থানা এবং সিআইডি র কৃতিত্ব রয়েছে। তিনি আর জানান, আমাদের সূত্র মারফৎ খবর পেয়ে সবাই একযোগে কাজ করে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ব্যবসায়ীর পরিবারের লোকেরা খুব ধৈর্য্য দেখিয়ে তদন্তে সহযোগিতা করেছে। তাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ সুপার আরও জানান, ৫০ বছর ধরে ওই ব্যবসায়ীর পরিবার ব্যবসার সাথে যুক্ত। দুষ্কৃতীরা ভেবেছিলে স্বপনবাবুকে অপহরণ করলে মোটা অংকে টাকা পাওয়া যাবে। এদিন পুলিশ সুপার তার দপ্তরে সাংবাদিক বৈঠক করে স্বপন দাসের উদ্ধার হওয়ার তথ্য জানিয়েছেন। আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী ব্যাবসায়ী উদ্ধারে পুলিশের ভুমিকাকে প্রশংসা করেছেন। সৌরভবাবু আর বলেন, মুখ্যমন্ত্রীর সফরের আগে পুলিশের এটা বড় সাফল্য। আমি পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছি। অপহৃত ব্যাবসায়ী ফিরে আসায় তিনি খুশি।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!