বানারহাটে নির্বাচনের জন্যে অস্থায়ী শৌচালয়ের বিরুদ্ধে ক্ষুব্ধ স্কুল ছাত্রীরা

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৯ই মার্চ, ২০২১: বিদ্যালয়ে ক্লাসের সামনে শৌচাগার নির্মান নিয়ে ক্ষুব্ধ ছাত্রীরা। প্রতিবাদে কিছুক্ষনের জন্য তারা কাজ বন্ধ করে দিল। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলার বানারহাট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এদিন সকালের বিদ্যালয়ে গিয়ে ছাত্রীরা দেখতে পায় তাদের শ্রেণীকক্ষের ঠিক সামনেই সারিবদ্ধ ভাবে ১৫ টি কমোড বসানো শৌচাগার তৈরী হচ্ছে। নির্বাচনের কাজে বিদ্যালয়ে থাকা সুরক্ষাকর্মীদের ব্যবহারের জন্য শৌচাগারগুলি তৈরী করা হচ্ছিল। শ্রেণীকক্ষের ঠিক সামনে খেলার মাঠে শৌচাগার তৈরীর বিরোধিতায় সরব হন ছাত্রীরা। এদিন তারা লিখিত ভাবে তাদের অভিযোগ শিক্ষিকাদের জানায় এবং নির্মাণের প্রতিবাদে কিছুক্ষনের জন্য কাজ বন্ধ করে দেয়। নির্বাচনের সুরক্ষার প্রয়োজনে ব্যবহৃত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের থাকার ব্যবস্থা বিভিন্ন বিদ্যালয় ও সরকারি অফিসে করা হয়ে থাকে। তাদের জন্য অস্থায়ী ভাবে শৌচাগার নির্মাণ করা হয়। বানারহাট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও এই কাজই চলছিল। ছাত্রীদের অভিযোগ- প্রতি বছর শ্রেনীকক্ষ থেকে কিছুটা দূরে যে জায়গায় শৌচাগার নির্মান করা হয়, এই বছর তার বদলে ক্লাস রুমের সামনে এবং বিদ্যালয়ের একমাত্র ছোট্ট খেলার মাঠের মাঝে সারি দিয়ে শৌচাগার নির্মাণ করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর মাঠ আবার খেলার উপযুক্ত করে তোলা এবং জীবানুনাসক প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি বজায় রেখে জায়গাটি আবার পূর্বাবস্থায় ফিরিয়ে না দেওয়ার বিষয়ে আশঙ্কা থেকেই তারা এই নির্মানের বিরোধিতা করছে। তাই তারা লিখিত ভাবে শিক্ষিকাদের বিষয়টি জানান এবং এই নির্মানের প্রতিবাদ করে কাজ বন্ধ করে দেয়। বিদ্যালয়ের শিক্ষিকা জয়িতা গাঙ্গুলি বলেন, অন্যান্যবার শ্রেণীকক্ষের পেছন দিকে শৌচাগারগুলি তৈরী হতো। তাতে কোনো সমস্যা হতো না। কিন্তু ঠিকাদার একরকম জোর করেই শৌচাগারের গঠনগত পরিকাঠামোয় পরিবর্তন এর নাম করে শ্রেণীকক্ষের সামনে শৌচাগার তৈরীর কাজ শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন মিটে গেলে জায়গাটি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। শিক্ষিকারা বিষয়টি ছাত্রীদের বোঝানোর চেষ্টা করছেন।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!