প্রাইমারী শিক্ষকদের পি.আর.টি স্কেলের দাবীতে ফের কলকাতায় মিছিল হল
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ২৩শে নভেম্বর, ২০১৮: উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে পি.আর.টি স্কেলের নটিফিকেশন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এমন ঘোষণা আগেই করা হয়েছিল। আজ এক প্রেস রিলিজের মাধ্যমে অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে আজ দুপুর ২টীয় সুবোধ মল্লিক স্কয়ার (কোলকাতা) থেকে ৪০ হাজার শিক্ষকের মিছ্ল করা হয়। এই মিছিল কোলকাতা প্রেস ক্লাব পর্যন্ত এসে শেষ হয়। মিছিল শেষে এক সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যম কে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, যতক্ষন না সরকারিভাবে কোনো অর্ডার না বের হচ্ছে। মুখের কথায় উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশ্বস্ত হতে চায় না। এছারাও বলা হয় iOSMS(পে স্লিপ) – এ প্রাইমারী শিক্ষকদের যোগ্যতার স্থান সংশোধন করতে হবে। অর্থাৎ মাধ্যমিকের জায়গায় উচ্চমাধ্যমিক করতে হবে। বর্তমানে সেখানে প্রাইমারী শিক্ষকদের যোগ্যতা মাধ্যমিক পাশ লেখা আছে।
ছবি: উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন