কলকাতার সাইন্স সিটিতে পুরষ্কার পেল ফালাকাটার মসল্লাপট্টি
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২রা নভেম্বর, ২০১৮: পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের উদ্যোগে গ্রীনপূজা – ২০১৮, শারদ সন্মাননা যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে ২রা নভেম্বর শুক্রবার। সেখানে আলিপুরদুয়ার জেলা তিনটি পুরস্কার ছিনিয়ে নেয়। আলিপুরদুয়ার জেলার মধ্যে গ্রীনপূজা – ২০১৮র সন্মান অর্জন করে ফালাকাটার মসল্লাপট্টি সার্বজনীন দুর্গাপূজা। পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এই পুরস্কারটি ফালাকাটার মসল্লাপট্টি সর্বজনীন দুর্গাপূজা কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য গদাই দের হাতে তুলে দেন শুক্রবার।
গদাই বাবু বলেন, ফালাকাটার মসল্লাপট্টি সর্বজনীন দুর্গাপূজা সর্বদাই পরিবেশ বান্ধব, পরিবেশ রক্ষায় বদ্ধ পরিকর আমাদের সকল সদস্য সদস্যা সহ পারার প্রতিটি জনগণ প্লাস্টিক, থার্মোকল প্রভৃতি বস্তু বর্জন করেছে। এখন প্লাস্টিকের ক্যারি ব্যাগের বদলে কাগজ, চট, কাপড় প্রভৃতির ব্যাগ বা থলে ব্যাবহার করছে ও অন্যকেও এই সকল পরিবেশ বান্ধব জিনিস ব্যাবহার করার জন্য উত্সাহ দিয়ে প্রচার চালিয়ে যায় সারা বছর ধরে। প্লাস্টিক বর্জিত জীবন উৎসব মুখর শুভক্ষণ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)