অনুষ্ঠিত হল শিলিগুড়ি নাট্য মেলবন্ধন উৎসব – ২০১৮
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১০ই অক্টোবর, ২০১৮: শিলিগুড়ি নান্দনিক নাট্যগোষ্ঠী আয়োজিত ও মৌতাত সহযোগিতায়, শহরের দীনবন্ধু মঞ্চে মহাসাড়ম্বরে পালন হল দু’দিন ব্যাপী অনুষ্ঠানমালা; ‘শিলিগুড়ি নাট্য মেলবন্ধন উৎসব’। ৯ই অক্টোবর, মঙ্গলবার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তথা অভিনেতা শ্রী চন্দন সেন ও বিশিষ্ট সাহিত্যিক শ্রী বিপুল দাস মহাশয়ের শুভ হাতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। এদিনের উদ্বোধনী নৃত্য পরিবেশন করে শ্রীমতি অদিতি দাস ঘোষের পরিচালনায় ‘অর্চক নৃত্য গোষ্ঠী’। মঙ্গলবার ও বুধবার মোট ৭টি দল তাদের প্রতিভা মঞ্চস্থ করে। এদের মধ্যে;
- নান্দনিক, শিলিগুড়ি
- বলাকা, শিলিগুড়ি
- প্যাশোনেট পারফর্মার্স, শিলিগুড়ি
- নৈহাটি গোত্রহীন আর্ট একাডেমী, নৈহাটি
- জলপাইগুড়ি কলাকুশলী, জলপাইগুড়ি
- সৃজনসেনা, শিলিগুড়ি
- শিলিগুড়ি এনসেম্বল, শিলিগুড়ি
নান্দনিকের সাংগঠনিক সম্পাদক, শ্রী সাত্যকি চক্রবর্তী টি.এন.আইকে জানান, “থিয়েটারকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদেরকে মেলবন্ধন রূপে এই কাজটি সম্পন্ন করতে হবে, এই ভাবনা থেকেই নাট্য মেলবন্ধন উৎসব, দর্শকদের উৎসাহ ও উপস্থিতি আমাদের এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।”
ছবি: শিলিগুড়ি নান্দনিক নাট্যগোষ্ঠী