পুলিশ পোড়ানোর চেষ্টার অভিযোগে উত্তরবঙ্গের এস.এফ.আই নেত্রী গ্রেপ্তার দক্ষিণবঙ্গ
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ১০ই অক্টোবর, ২০১৮: আজ হাওড়ার এক আত্মীয়ের বাড়ির থেকে গ্রেফতার করা হয় শিলিগুড়ির ছাত্র ফেডারেশনের এক নেত্রী সুকৃতি অ্যাস কে। মূলতঃ ২৪শে সেপ্টেম্বর, দাড়িভিট হাইস্কুলের ঘটনার প্রতিবাদে শহরের রাজপথে নামে শিলিগুড়ির বামেদের মিছিল। সেখানে বামেদের পক্ষে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানোর চেষ্টা করা হলে তাতে পুলিশের বাঁধা আসে, সেই সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তিতে শিলিগুড়ি থানার পুলিশ কর্তার গায়ে সেই কুশপুত্তলিকা পোড়ানোর কেরোসিনের ছিঁটে এসে পরে। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে পুলিশের গায়ে হাত তোলা ও পুড়িয়ে মারার অভিযোগে মামলা দায়ের করে মেয়র অশোক ভট্টাচার্য, এস.এফ.আই নেত্রী সুকৃতি অ্যাস সহ আরো অন্য নেতাদের বিরুদ্ধে। এদের মধ্যে মূল অভিযুক্ত সুকৃতি কে আজ গ্রেপ্তার করে হাওড়া আদালতে পেশ করা হয়। সেখান থেকে শিলিগুড়ি আনা হচ্ছে তাকে ট্রানজিট রিমান্ডে।
ছবি সৌজন্যে: সুক্রিতি এফবি অ্যাকাউন্ট