মেখলীগঞ্জের তিস্তাচড়ে চলছে আশিষ রায়ের ছবি ‘সিতারা’র শুটিং সাথে রয়েছে রাইমা সেন
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১০ই ফেব্রুয়ারি ২০১৮: বাংলা সিনেমায় এবার দেখা যাবে কোচবিহার জেলার মেখলীগঞ্জের তিস্তা নদীর চড়, তিনবিঘা করিডর, এবং ভারত ও বাঙ্গলাদেশ লাগোয়া গ্রামের কিছূ প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি ছবি৷ পরিচালক আশিষ রায়ের “সিতারা” ছবি প্রায় ৭৫ শতাংশই কাজ সেরে ফেলবেন মেখলিগঞ্জের প্রকৃতি – আর্থ সামাজিক পরিবেশে৷ এই ছবিতে অভিনেত্রী রাইমা সেন মূখ্য অভিনয়ে রয়েছেন৷ জানা যায় – দক্ষিণ ভারত, মুম্বাই এবং প্রতিবেশী বাঙ্গলাদেশের শিল্পীর এই ছবিতে অভিনয় করবেন৷ গত ৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হযেছে শুটিং, চলবে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত৷ শুটিং এর পর্বে তিস্তা চড়ে তৈরি করা হয়েছে গ্রাম, সেখানেই চলছে শুটিং৷ আজকে শুটিং পর্বে টি.এন.আই কে দেওয়া সাক্ষাতকারে অভিনেত্রী রাইমা সেন জানান “এই প্রথম কোচবিহার এর মেখলিগঞ্জে আসা হয়, শুটিং এর ফাঁকে কোচবিহার রাজবাড়ী বেড়াতে যাবেন, তিনি এও জানান এখানকার মানুষেরা খুবেই সাধারণ, খুবেই ভাল লাগছে এখানকার পরিবেশ”৷ একই সাথে তিনি জানান তিস্তা নদীর বোরোলি মাছের সাধের কথা৷ অন্যদিকে, সিতারা রাইমা সেন কে হাতের কাছে পেয়ে ঘরে বসে থাকছেন না এলাকাবাসি, শুটিং দেখতে হাজার হাজার মানুষ ভীড় জমান৷ নিরাপত্তা বিষয় ঠিক রাখার জন্য পুলিশ সুপার শ্রী ভোলানাথ পান্ডের নির্দেশে রাখা হযেছে আটসাটো নিরাপত্তা৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)