জলঢাকা নদীতে তলিয়ে গেল ধুপগুড়ীর কিশোরের দেহ আজ ভেসে উঠল
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ২৪শে এপ্রিল, ২০১৮: ভেসে উঠল স্নান করতে গিয়ে ধুপগুড়ীর জলঢাকা নদীতে তলিয়ে যাওয়া কিশোর। প্রায় ১৮ ঘন্টা পর নদীথেকে উদ্ধার হল দেহ। গ্রামবাসীরাই গনেশ মোহন্ত নামে ওই কিশোরের দেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে মৃতদেহ ধুপগুড়ী থানায় নিয়ে আসে এবং জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠায়। মৃতদেহ উদ্ধারের জন্য জলপাইগুড়ি থেকে সিভিল ডিফেন্সের ডুবুরি আনা হলেও তাদের নামানোর আগেই মৃতদেহ নদীতে ভেসে ওঠে।সোমবার দুপুরে দুই বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ঐ কিশোর। এদিন ভোর বেলাই ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বিদ্যুতের খুটির পিলার মৃতদেহ আটকে থাকতে দেখা যায়। ভোরবেলা গ্রামবাসীরাই মৃতদেহ উদ্ধার করে নদী থেকে ওপরে তুলে আনে।