পৌরবোর্ড এর বিরুদ্ধে আন্দোলনে না যাওয়ায় আই.এন.টি.টি.ইউ.সি’কে মন্ত্রীর ভৎর্সনা
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৯ই সেপ্টেম্বর, ২০১৮: গতকাল পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব দলীয় কর্মীদের শিলিগুড়ি পৌরবোর্ড এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ডাক দিলেন। শুধু তাই নয় এক প্রকার দলীয় কর্মীদের এবং আই.এন.টি.টি.ইউ.সি পরিচালিত শিলিগুড়ি পৌর কর্মচারী সমিতির সদস্যদের শিলিগুড়ি পৌরবোর্ড এর বিরুদ্ধে আন্দোলনের ভুমিকায় প্রশ্ন তুলেছেন। এই দিন আই.এন.টি.টি.ইউ.সি পরিচালিত শিলিগুড়ি পৌর কর্মচারী সমিতির ষষ্ঠ ত্রিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি ভাবে শিলিগুড়ি পৌর কর্মচারী সমিতির নেতৃত্বকে বলেন “আপনাদের নেতৃত্বর বর্তমান পৌরবোর্ডের বিরুদ্ধে আন্দোলন করতে বিমুখতা আছে। সেই বিমুখতা কে কাটিয়ে উঠতে হবে। এই পুরসভার বিরুদ্ধে বর্তমানের কাউন্সিলর রা সর্বাত্মক আন্দোলনে যাবে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ডু অর ডাই সিচুয়েশনে যাবে। হয় মরব নাহলে বাচবো। এর জন্যে আই.এন.টি.টি.ইউ.সি’র তাদের এত ভয় কিসের? কীসের এত বাধ্যবাধকতা? আপনারা কেন মুক্ত কণ্ঠে প্রতেক দিন আন্দলনের রূপরেখা তৈরি করছেন না? এদিনের সভা আয়োজিত হয়েছিল আশ্রমপাড়ার কিরন চন্দ্র ভবনে।