মাথাভাঙ্গায় ভারত-বাংলা সীমান্তে ধরা পড়লে চার বাংলাদেশী চোরাচালানকারী
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মাথাভাঙ্গা, ৯ই সেপ্টেম্বর, ২০১৮: কাঁটাতারের বেরা পেড়িয়ে ভারতের ভূখন্ডে চোরাচালানকারী সন্দেহে এই দিন চার বাংলাদেশীকে আটক করে বিএসএফ৷ ইদানীং কুচবিহারে ভারত-বাংলা সীমান্ত এলাকায় মাদক দ্রব্য পাচার চক্রের চোরাচালান ক্রমশই বেড়ে চলেছে৷ পাশাপাশি সীমান্ত রক্ষী বাহিনী কঠোর ভাবে নজরদারি চালিয়ে একের পর এক এই বাংলাদেশী চোরাচালানকারিদের আটক করছে৷ ধৃতদের নাম অখিল মিঞা, মোসলেম মিঞা এবং সোহেল খান। আরেক জনের নাম জানা সম্ভব হয়নি। জানা গেছে ধৃতরা বাংলাদেশের লালমনিহাটের বাসিন্দা। জানা গেছে এরা গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। সীমান্ত সংলগ্ন এলাকায় মাদক দ্রব্য সহ বিভিন্ন পন্য সামগ্রী পাচার চক্র কাজ করছে বলে গোয়েন্দা সুত্রে খবর৷ বিএসএফ সুত্রে জানা যায় গতকাল সকাল ৬ টা নাগাদ মাথাভাঙ্গা ১ নং ব্লকের বৈরাগীরহাট গ্রামপঞ্চায়েতের সাতগাছি বালারহাট এলাকা থেকে ওই ৪ জনকে আটক করে বিএসএফের ১৪০ ব্যাটেলিয়ানের জওয়ানরা। এরপর বিএসএফের পক্ষ থেকে ধৃত ৪ বাংলাদেশীকে মাথাভাঙ্গা পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ আজ এদের আদালতে তলা হয়৷ সীমান্ত এলাকায় যেভাবে চোরাচালান ক্রমশই বেড়ে চলেছে এতে চিন্তিত হয়ে পড়েছে প্রশাসন৷
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)