ইসলামপুর বাইপাসের জমিহারাদের জামিন দিতে ইসলামপুর থানায় বসলো ম্যাজিস্টেট কোর্ট

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা বালুরঘাট

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৯ই ফেব্রুয়ারি, ২০১৯: বাইপাসের গ্রেপ্তার হওয়া জমিহারাদের জামিন দিতে ইসলামপুর থানায় বসলো এসডিও ম্যাজিস্টেট কোর্ট। ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে ১৪৪ ধারা লঙ্ঘন করে ধরনায় বসা বাইপাসের গ্রেপ্তার হওয়া ১৯০ জন জমিহারাদের ইসলামপুর থানায় কোর্ট বসিয়ে জামিন দেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অনামিত্র সোম। গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেও রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ। কিন্তু কোর্টে পাঠানোর দাবী জানায় বিক্ষোভকারীরা। রাতভর এমনকি দিনভর ইসলামপুর থানাতেই থাকার পাশাপাশি নিজেরাই রান্না করে খাবারের প্রস্তুতিও সাড়ে বিক্ষোভকারীরা। এরই মাঝে বাইপাসে জমিহারাদের আন্দোলনে সামিল হয়ে নিজেদের সমর্থন জানান বিজেপির জেলা সভাপতি নির্মল দাম ও জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন সহ নেতৃত্তরা। চাকুলিয়ার বিধায়ক ফরওয়ার্ড ব্লকের আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বলেন, ভারতের ইতিহাসে এই ঘটনা বিরল, যে আসামীর জামিনের জন্য থানাতে কোর্ট বসাতে হলো। এটা আমাদের নৈতিক জয়। গত বৃহস্পতিবার থেকে আমরা মহকুমা শাসকের দপ্তরের সামনে ধরনায় বসলেও এসডিও সাহেবের আমাদের সাথে দেখা করার সময় হলো না। উল্টে ১৪৪ ধারার বাহানায় গ্রেপ্তার করে থানায় পাঠিয়ে দিলেন। আজকে তাই ওনাকে প্রমান করিয়ে দিলাম মানুষই শেষ কথা। ইসলামপুরের ব্লক কংগ্রেস সভাপতি হাজী মুজফ্ফর হোসেন ও টাসো নেতা পাসারুল আলম বলেন, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি পালন না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামা হবে। উল্লেখ্য, ইসলামপুর বাইপাস প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকরা গত বৃহস্পতিবার থেকে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে ক্ষতিপূরণের দাবীতে অনির্দিষ্টকালের ধরনায় বসে। মহকুমা প্রশাসন ১৪৪ ধারা লাগিয়ে বিধায়ক ভিক্টর, ব্লক কংগ্রেস সভাপতি হাজী মুজফ্ফর হোসেন সহ ১৯০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!