ইসলামপুরে দারিভিট হাই স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ নিহতের পরিবারের
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৮ই ডিসেম্বর, ২০১৮: দাড়িভিটকাণ্ডে ফের রাজনৈতিক অস্থিরতায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। দাড়িভিট হাই স্কুলের সামনে নিহত ছাত্রদের পোস্টার বেপাত্তাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। পাশাপাশি দাড়িভিট হাই স্কুলের মাঠে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা করতে না দেওয়ার হুমকি দিয়েছে নিহতের পরিবার। জানা গিয়েছে, মঙ্গলবার দাড়িভিট হাই স্কুলের মাঠে ধরনা মঞ্চে হাজির হতেই স্কুলের সামনের পোস্টার ফ্লেক্স দেখতে না পেয়ে নিহতের পরিবার টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে। এরপরই সংশ্লিষ্ট বিষয়ে স্কুলের শিক্ষকদের বিষয়টি জানানো হয়। স্কুলের শিক্ষকরা পোস্টারের বিষয়ে কিছুই জানাতে না পারায় শিক্ষকদের আগামীকাল বুধবার সকাল ন’টার মধ্যে পোস্টার খুঁজে এনে লাগানোর নির্দেশ দেয় নিহতের পরিবারের সদস্যরা। যদি পোস্টার না লাগানো হয় সে ক্ষেত্রে আগামীকাল থেকে ফের দাড়িভিট হাই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেবে বলে হুমকি দিয়েছে দাড়িভিটকাণ্ডে নিহত ছাত্র তাপস বর্মন এর মা মঞ্জু বর্মন। এছাড়াও মঞ্জু বর্মন বলেন, যতদিন দাড়িভিটকাণ্ডে সিবিআই তদন্তের দাবি না মানা হচ্ছে ততদিন দাড়িভিট হাই স্কুলের মাঠে কোন রাজনৈতিক সভা হবে না। এমনকি পূর্বঘোষিত আগামী ৬ জানুয়ারি রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জনসভাও করতে দেওয়া হবে না।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)