জাগরণী ক্রিকেটে জলপাইগুড়ি বনাম নৈহাটির হাড্ডা হাড্ডি ম্যাচ উপভোগ করল দর্শকেরা
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৮ই ডিসেম্বর, ২০১৮: সারাদিন ঝিরঝির বৃষ্টির ফলে আজ শিলিগুড়ি জাগরণী সংঘ দ্বারা আয়োজিত ১৯তম সারা বাংলা ডে-নাইট নক আউট মাষ্টার প্রিতনাথ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলা একপ্রকার অনিশ্চিত ছিল। তবে শেষমেশ আয়োজকেরা ম্যাচ অনুষ্ঠিত করতে সফল হয়। তবে নির্ধারিত ২৫ ওভারের বদলে খেলা হয় ২০ ওভারে। অর্থাৎ আজকের খেলা টুয়েন্টি-২০ তে পরিণত হয়। আজকের বৃষ্টি ভেজা মাঠে খেলায় পরস্পর মুখোমুখি হয় জলপাইগুড়ির রায়কতপাড়া স্পোর্টিং ক্লাব (জে.আর.এস.সি) এবং নৈহাটি ক্রিকেট কোচিং সেন্টার (এন.সি.সি.সি)। প্রথমে টসে জিতে জে.আর.এস.সি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক জে.আর.এস.সি ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৮৭ রান করে। জে.আর.এস.সি’র হয়ে উল্লেখযোগ্য রান করে সৌরভ শর্মা (২৯ নট আউট। এন.সি.সি.সি’র হয়ে সর্বাধিক ২ উইকেট দখল করে দ্বীপ ঘোরামী। এরপর ৮৮ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে এন.সি.সি.সি টিম। তবে যেটা অতি সহজ মনে হচ্ছিল সেরকম মোটেই হল না। রান তুলতে রীতিমত হিমসিম খেতে হল দক্ষিণ ২৪ পরগনার এন.সি.সি.সি টিম কে। তবে শেষে ১৯.১ ওভারে ৮ উইকেট হাড়িয়ে শেষ হাসি হাসে এন.সি.সি.সি টিম। তাদের হয়ে ভাল রান করে সুশ্রুত সরকার (২০) এবং দিলিপ ঘোরামী (১৭)। ওভার অল পারফর্মেন্স এর জন্যে দিলিপ ঘোরামী ম্যান অফ দি ম্যাচও নির্বাচিত হয়। সব শেষে জয় হয় ক্রিকেটের সেই জিনিষ আজ উপভোগ করে দক্ষিণ শিলিগুড়ির দর্শকেরা।
ছবি: আর. সুব্রত (টি.এন.আই)