এস.এম.কে.পি ফার্স্ট ডিভিশন ক্রিকেটে ৫ উইকেটে জয় পেল এনবিএসটিসি

আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ১৮ই মার্চ ২০১৮: শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত তরাই স্কুলের মাঠে অনুষ্ঠিত আজকের ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই  ক্রিকেট দল, শিলিগুড়ির নবদ্বয় সংঘ এবং নর্থ বেঙ্গল স্টেট ট্র্যান্সপোর্ট রিক্রিয়েশন ক্লাব (এন.বি.এস.টি.আর.সি) ক্রিকেট দল। প্রথমে টসে জিতে শিলিগুড়ির নবদ্বয় সংঘ প্রত্যাশিত ভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ শিলিগুড়ির নবদ্বয় সংঘ ব্যাটিং করে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৬ রান করে। নবদ্বয় সংঘের হয়ে একমাত্র উল্ল্যেকযোগ্য ভাল ব্যাটিং করে ওপেনার তমঘ্ন সাহা। তমঘ্ন ৩৪ রান করে। বাকি ব্যাটসম্যানরা কেউই ২০র গণ্ডি পেরোতে পারেনি। এন.বি.এস.টি.সির হয়ে ২টি করে উইকেট দখল করে সুরজ সাহানি, সনু প্রসাদ এবং সৌরভ পাসওয়ান। জবাবে ব্যাট করতে নেমে এন.বি.এস.টি.আর.সির ব্যাটসম্যানরা ৩৩.৩৩ ওভারেই ৫ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় ১৬৭ রান তুলে নিতে সমর্থ হয়। এন.বি.এস.টি.সির হয়ে উল্লেখযোগ্য রান করে ওপেনার অভিজিৎ চক্রবর্তী (৭০) এবং পঙ্কজ রায় (৫১)। দুজনেই অর্ধ শতরান করে। অন্যদিকে নবদ্বয় সংঘের বোলার রাজা বাবু আর মহিত পারিখ ২টি করে উইকেট পায়। যথারীতি ম্যাচ ফলাফল এন.বি.এস.টি.আর.সি ৫ উইকেটে বিরাট জয় পায়। ম্যাচ সেরা নির্বাচিত হয় এন.বি.এস.টি.আর.সির ওপেনিং ব্যাটসম্যান অভিজিৎ চক্রবর্তী।

ছবিঃ আর. সুব্রত (টি.এন.আই), সুত্রঃ কৌশিক ঘোষ (শিলিগুড়ি)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!