জলপাইগুড়িতে শ্রমিক মেলায় বিতর্ক: আমন্ত্রন পেলেন না খোদ জলপাইগুড়ির বিধায়ক

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১৬ই জানুয়ারি ২০১৮: শ্রমিক মেলাকে কেন্দ্র করে বিতর্ক, আমন্ত্রন পেলেন না খোদ বিধায়ক। শ্রম দপ্তরের পক্ষ থেকে আয়োজিত মঙ্গলবার এই শ্রমিক মেলাকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধল। জেলা শহরে সরকারি মেলা হলেও নিমন্ত্রন পেলেন না খোদ জলপাইগুড়ির বিধায়ক শ্রী সুখবিলাস বর্মা। মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শ্রী আব্দুল মান্নানের জলপাইগুড়িতে এসে সাংবাদিকদের সামনে এই অভিযোগ তোলেন। খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক রচনা ভগত।জলপাইগুড়ি মিলন সংঘের মাঠে অসংগঠিত শ্রমিকদের সুযোগ সুবিধা প্রদান ও সামাজিক সুরক্ষার লক্ষ্যে এই মেলার আয়োজন বলে শ্রম দফতরের পপক্ষ থেকে জানানো হয়েছে। মেলায় ৪৩টি ষ্টল দেওয়া হয়েছে। মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার ৩৮৩৮ জন শ্রমিককে সামাজিক প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি টাকা অর্থ প্রদান করা হয়।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!