রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ফেসবুক প্রফাইল ক্লোন করে টাকা চাইল সাইবার দুর্বৃত্ত্বরা

বাংলাডেস্ক, টি.এন.আই,  রায়গঞ্জ, ২৩শে এপ্রিল, ২০২১: বহুদিন ধরেই বহু মানুষ ক্লোন্ড অ্যাকাউন্টের শিকার হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এবার এর শিকার হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দূর্লভ সরকার। দূর্ল্ভ বাবুর সঙ্গে যোগাযোগ করে টিএনআই জানতে পারে – ওনার ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করে দূর্লভ বাবুর বন্ধুদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হয়। যথারীতি তারাও সেই ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করে নেন। এরপর শুরু হয় তাঁদের কাছে দূর্ল্ভ বাবু সেজে ফেসবুক মেসেঞ্জার মারফৎ টাকা চাওয়া তাও আবার হাজার হাজার টাকা। সন্দেহ হওয়াতে তারা নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করেন, কিন্তু অপর প্রান্তে অন্য কারো গলার আওয়াজ শুনে সেই বেক্তিরা তাঁদের ভুল বুঝতে পারেন এবং সম্পূর্ণ ব্যাপারটা ডঃ দূর্লভ সরকার কে জানান। দুর্লভ বাবু ব্যাপারটা বুঝতে পেরে থানায় জানান এবং যথারীতি সাইবার ক্রাইমে সম্পূর্ণ ঘটনাটা বর্ণনা করে অভিযোগ দায়ের করেন।

এই বিষয়ে সাইবার এক্সপার্ট শ্রী অভিজিৎ শীল টিএনআই কে বলেন “বর্তমানে হ্যাকাররা হ্যাকিং দুটি উদ্দেশ্যে করা হয় একটা মজার বা শিক্ষানবিশের মত করে হ্যাকিং করা। যেমন পাসওয়ার্ড হ্যাকিং বা ডিভাইস দিয়ে হ্যাকিং করে ইত্যাদি। সেই রকম হ্যাকিং করে উল্টোপাল্টা ছবি বা মেসেজ করে হ্যাকাররা। হ্যাকারদের অন্য উদ্দেশ্যটি হল হ্যাকিং করে সরাসরি দুর্বৃত্তি করা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইবার দুর্বৃত্ত্বরা উক্ত অ্যাকাউন্টি ক্লোন করেছিল কুমতলবে। ফেসবুকে এখন অনেক রকম উপায় আছে যাতে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায় যেমন অ্যাকাউন্ট লক করা, ২ স্টেপ ভেরিফিকেশন করা, প্রাইভেসি লক করা ইত্যাদি”।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!