কালবৈশাখীর দাপটে এবার বিধস্ত মেখলঈগঞ্জের বিস্তীর্ণ এলাকা
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২২শে এপ্রিল, ২০১৮: আবহাওয়া দপ্তরের আগাম বার্তা ছিল, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কালবৈশাখীর হওয়ার। বিশেষ সতর্কতা রাজ্য জুড়ে চলছিল৷ সেই পূর্বাভাস কে সত্যি করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ঝড় হয়৷ তেমনই কালবৈশাখী ঝড়ে বিধস্ত হল মেখলীগঞ্জের রানীরহাট এবং চরচড়াবাড়ি৷ গতকাল মধ্যরাতে কালবৈশাখীর দাপটে কেঁপে উঠেছিল এলাকা। ওই দুটি এলাকায় অন্তত ১৬টি বাড়ির ঘরের চাল উড়ে যায়। অনেক গাছপালা উপরে যায়৷ এলাকাবাসীদের অভিযোগ এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। রানীরহাট এলাকার বাসিন্দা ভূপেশ প্রমাণিক জানান “বিধস্ত এই মানুষদের পাশে এখন পর্যন্ত কেউ আসেনি, ১৬ টি বাড়ির বহু মানুষ বর্তমানে বিপর্যস্ত এবং ক্ষতির সন্মুখীন হয়েছে৷
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)