ফালাকাটায় শুভ জন্মদিনে মরনত্তর দেহদানের অঙ্গীকার
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ১০ই অক্টোবর ২০১৭: শুভ জন্মদিনে মরনত্তর দেহদানের অঙ্গীকার বদ্ধ হলেন শালকুমারহাট পিনাকী গুহ। এই প্রথম পিনাকী গুহ নিজের ৩৭ তম জন্মদিন-উপলক্ষে মরনত্তর দেহদানের অঙ্গীকার করেন। ছোট বেলা থেকেই সমাজ প্রেমী মানুষ পিনাকী। এদিন দুপুর ১২ টায় কেক কাটেন পিনাকী নিজের বাসভবনে ও মরনওর দেহদানের অঙ্গীকার করেন।পিনাকী গুহ পেশায় জুটা ব্যবসায়ী। পিনাকী গুহ বলেন মরনত্তর দেহদান আমার ছিল স্বপ্ন। তাই আজ ব্লাড ডোনার অর্গানাইজেশনের মাধ্যম্যে পূরন করলাম। আমার মৃত্যুর পর আমার দেহ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে জমা দেওয়া হবে, যা চিকিৎসা বিঙ্গানের কাজে লাগবে। উত্তরবঙ্গে যাতে প্রতিটি জেলায় অঙ্গ সংরক্ষণ ও প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয় এটা আমার দাবী। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য, ব্লাড ডোনার অর্গানাইজেশনের পুন্ডিবাড়ি কো-অর্ডিনেটর অসীম অধিকারী, সোনাপুরের কো-অর্ডিনেটর রূপন দাস মহাশয়। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ্য থেকে শুভেচ্ছা থাকলো পিনাকীর জন্য। ব্লাড ডোনার অর্গানাইজেশন সবার সাথে সবার পাশে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)