ইসলামপুরে সাংস্কৃতিক মণ্ডলে বিজয়া সম্মিলনী আয়োজন করা হল
সুশান্ত নন্দী (টী.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর, ৫ই অক্টোবর ২০১৭: নাট্য চর্চার মাধ্যমে কর্ম সংস্থানের সুযোগ তৈরি হোক এলাকায়।আরও নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাটকের মান বৃদ্ধি পাক।শিশুদের মধ্যে তৈরি হোক নাট্য ভাবনা।এমনই আবহকে সঙ্গে নিয়ে শহরের বর্ষীয়ান নাট্যকর্মী ও গুণীজনদের নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করলো ইসলামপুরের অগ্নিসংস্থা নাট্য সংস্থা।এই প্রথম কোনও নাট্য সংস্থার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এসে রীতিমতো আপ্লুত এলাকার কলাকুশলীরা।শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মনোনীতা চক্রবর্তী।স্বাগত ভাষণ দেন সুশান্ত নন্দী।আলোচনায় অংশ নেন সংগীত শিল্পী সঞ্জীব বাগচী,নৃত্য শিল্পী শিপ্রা রায়,নাট্য কর্মী চন্দন সাহা,যন্ত্র সংগীত শিল্পী বন্ধন দাস,সাংস্কৃতিক কর্মী মধুমিতা চক্রবর্তী,নাট্য নির্দেশক সদানন্দ ব্যানার্জী,কবি ভবেশ দাস,সাংস্কৃতিক কর্মী মধুমিতা চক্রবর্তী, নৃত্য শিল্পী তোতন ব্যানার্জী,নাট্য নির্দেশক সদানন্দ ব্যানার্জী প্রমুখ।,নাট্য কর্মী সুনীল ঘোষ শোনান সায়েরী।স্বরচিত কবিতা পাঠ করেন কবি নিশিকান্ত সিনহা।’অগ্নিশিখা এসো এসো’ এই গানে আয়োজক সংস্থাকে শুভেচ্ছা জানালেন শিল্পী সুমা পাল।নাট্য পরিচালক উত্তম সরকার এলাকার নাটকের ভবিষ্যৎকে তুলে ধরেন তার আলোচনায়।আধুনিক গান শোনান প্রাক্তন ভাইস চেয়ারপার্সন অর্পিতা দত্ত।ভাওয়াইয়া গান ও হাস্য কৌতুক শোনান কর্ণদেব রায়।যন্ত্র সংগীতে প্রাণ গোপাল বালা।নাট্য নির্দেশক উত্তম সরকার,ও দুই নাট্য কর্মী মনিশঙ্কর দাস ও চিরঞ্জীব রায় এর আংশিক নাট্য সংলাপ রীতিমতো মুগ্ধ করেছে দর্শকদের।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকর্মী প্রবীর রায়,সঞ্জয় দত্ত,মন্টু রঞ্জন মন্ডল প্রমুখ ।সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সন্চালনা করেন বিক্রম দাস।
ছবিঃ সুশান্ত নন্দী (টী.এন.আই)