ইসলামপুরের মহরম দেখালো সম্প্রীতির মেলবন্ধন

সুশান্ত নন্দী (টী.এন.আই  সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর, ২ই অক্টোবর ২০১৭: এক হিন্দুর দান করা টাকায় তাজিয়া তৈরি হলো ইসলামপুরে।সেখানেই শেষ নয়। ইসলামপুর থানা এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের বিচারে প্রথম হল ওই তাজিয়াই।যার কথা বলা হচ্ছে তিনি বাপ্পা দাস।পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি স্থানীয় ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা।মুসলিমদের সঙ্গে একই সাথে লাঠি খেলে তিনি রীতিমতো সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন সবার মাঝে।যা কিনা দৃষ্টান্ত হয়ে রইল।বাপ্পা দাস জানান,কর্ম সূত্রে তিনি দিল্লি থাকলেও উৎসবের মুহূর্তে ছুটিতে তিনি বাড়ি আসেন।আর তখনই হিন্দুদের উৎসবের পাশাপাশি মুসলিমদের উৎসবেও তিনি মেতে ওঠেন। তাজিয়া তৈরিতে তিনিই অর্থ ব্যয় করেছেন। এমনকি তাজিয়ার ডিজাইন ও সেটি তৈরিতে তিনি এবং মহম্মদ ইকবাল নামে ওই ক্লাবের আরও একজন দেখাশোনা করেছেন।তিনি আরও বলেন,মুন লাইট ক্লাব তার পাড়ার ক্লাব।ছোট থেকেই সেখানে তিনি লাঠি খেলতেন।আজও খেলেন।আগামীতেও একসাথে লাঠি খেলার কথা জানান তিনি।মুন লাইট ক্লাবের সদস্য ইফতিকার আলম বলেন, এটি সত্যিই খুব আনন্দের বিষয়।একটি সৌভ্রাতিত্ব বোধের বিষয় কে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন মহরম উৎসবের মাধ্যমে। অন্যদিকে শুধু যে মুনলাইট ক্লাব তাও নয়,বরং বিভিন্ন ক্লাবের লাঠি খেলা প্রদর্শনীতে একাধিক হিন্দুদের অংশ নিতে দেখা গেছে।যা কিনা সম্প্রীতির নিদর্শন হয়ে দাঁড়িয়েছে।রবিবার ইসলামপুর বাস টার্মিনাসের সামনে ইসলামপুর থানা ও ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে সামগ্রিক বিচারে তিনটি ক্লাবকে পুরুস্কৃত করা হয়।প্রথম স্থান অধিকার করে মুনলাইট ক্লাব, দ্বিতীয় বাজার ফ্রেন্ডস ক্লাব ও তৃতীয় মিলণপল্লি মহরম কমিটি।তাঁদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।পুরুস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার আইসি সুকুমার ঘোষ,সংগীত শিল্পী সঞ্জীব বাগচী,প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লা,ইসলামপুর স্পোর্টস ডেভলপমেন্ট কমিটির সম্পাদক দীপঙ্কর দে, প্রেস ক্লাবের সভাপতি সুশান্ত নন্দী প্রমুখ।এদিন মোট সতেরটি তাজিয়া ও আখড়া শহর প্রদক্ষিণ করে।লাঠি খেলা ছাড়াও অন্যান্য খেলা প্রদর্শন করে তারা।

ছবিঃ সুশান্ত নন্দী (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!