মেখলীগঞ্জ তৃনমূলের পক্ষ থেকে মেখলীগঞ্জ বি.ডি.ও-র কাছে ডেপুটেশন
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৯শে জানুয়ারি ২০১৮: মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন দেন মহিলা তৃনমুল কংগ্রেস ও মেখলিগঞ্জ তৃনমূল কংগ্রেস কোর কমিটি। এই ব্লকের চ্যাংরাবান্ধা প্রধান দীলিপ রায়ের বিরুদ্দ্বে বিভিন্ন সরকারি কাজের প্রকল্পের দূর্নিতির অভিযোগ ধরা পরে, অনেক এলাকাতে কাজ না হয়েও সরকারি হিসাবে বিল তোলা হয়েছে। এই বিষয় মেখলিগঞ্জ ব্লক কোর কমিটির কনভেনর শ্রী উদয় রায় জানান – মেখলিগঞ্জ ব্লক সমস্টি উন্নয়ন আধিকারিক ঘুঘুর বাসায় পরিনত হয়েছে। আর.টি.আই দিয়েও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে – এমন অভিযোগ দায়ের করেন৷ মা-মাটি-মানুষের সরকার শ্রীমতী মমতা ব্যানার্জী যে ভাবে বাংলাকে সাজাচ্ছে এবং যত টাকা আমাদের জন্যে আসছে তার ২০ভাগ কাজ হয় নাই অথচ ১০০ভাগ কাজ দেখিয়ে সরকারি বিল তোলা হল কি ভাবে। এ নিয়ে গ্রামে এক বিশাল ঝড় চলছে। শ্রী উদয় রায়, হবিবর রহমান ও তৃনমুল দলনেত্রী শ্রীমতী ফুলতি রায় জানান চ্যাংরাবান্ধা প্রধান শ্রী দীলিপ রায় কে গ্রেপ্তার করতে ব্যার্থ পুলিশ কেন? এই প্রশ্নের উত্তর বি.ডি.ও র কাছে জানতে চান তারা, কারন শ্রী দিলিপ রায় পলাতক অবস্থায় আজও আছে তার জন্যে নতুন করে প্রধান নির্বাচিত করা হয় শ্রী সংকিন রায় কে। কিন্তু উন্নয়ন পড়ে থাকে তলানিতে। সাধারণ মানুষের আক্ষেপ একটাই দীলিপ রায় গ্রেপ্তার হলে সব চোরাই তথ্য বের হবে। এ বিষয়ে মেখলীগঞ্জ বি.ডি.ও শ্রী বিরুপাক্ষ মিত্র জানান প্রধান সাহেবের বিরুদ্দ্বে অনেক ডকুমেন্ট ফাইল তৈরী করা হয়েছে, এবং পুলিশকেও বারংবার জানানো হয়েছে পুলিশ কিছু করতে না পারলে আমি কি করব ও.সি কে দুই বার ডাকছি তার পরও উনি আমার কাছে আসে নাই। বি.ডি.ও শ্রী বিরুপাক্ষ মিত্র জানান পুলিশ কে সব ধরনের মদত করব এবং কি পেলে পুলিশ দিলিপ বাবু কে গ্রেপ্তার করতে পারবে সে কথাও স্পষ্ট ভাসায় জানান। এদিকে, মেখলীগঞ্জ ব্লক তৃনমুল কংগ্রেসের কোর কমিটির কনভেনর শ্রী উদয় রায় জানান দিলিপ বাবু এখন প্রধান নন এবং তৃনমুল দলের কোন সদস্যে নয়, উনি এখন ফেরার আসামী কেন দিলিপ বাবু কে গ্রেপ্তার করতে প্রশাসনের ব্যার্থতা। শ্রী উদয় রায় হুমকি দেন যে দুর্নিতির বিরুদ্ধে মেখলীগঞ্জ তৃনমুল কংগ্রেস বৃহত্তর আন্দোলন এ নামবে।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)