সুপার ডিভিশন ক্রিকেটে নকশালবাড়ি ইউনাইটেড কে হারিয়ে জয়ী ওয়াই.এম.এ
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৯শে জানুয়ারি ২০১৮: শিলিগুড়ি সুপার ডিভিশন ম্যাচে আজ মুখোমুখি হয় নকশালবাড়ি ইউনাইটেড ক্লাব এবং শিলিগুড়ি ওয়াই.এম.এ। নকশালবাড়ি ইউনাইটেড প্রথমে টসে জেতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা সব উইকেট হারিয়ে ৩৮ ওভারে ৯১ রান তুলতে সক্ষম হয়। নকশালবাড়ি ইউনাইটেড এর হয়ে ভালো ব্যাট করে পৃথ্বীরাজ বর্মণ ৩৫। অন্যদিকে, ওয়াই.এম.এ এর হযে ভালো বল করে আনন্দ সরকার। সে ৭ রান দিযে ২ উইকেট দখল করে। জবাবে ওয়াই.এম.এ ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওয়াই.এম.এ এর হয়ে ভালো ব্যাট করে বিকাশ রায় ৪৩। ম্যাচের ফলাফল ওয়াই.এম.এ ২ উইকেট জয়ী হয়। ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষিত হয় ওয়াই.এম.এ এর বিকাশ রায় তাঁর অনবদ্য ব্যাটিং ও বোলিং এর জন্যে।
ছবিঃ প্রনব দাস (টী.এন.আই)