জলপাইগুড়িতে ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ ময়নাগুরির মানসিক ভারসাম্যহীন ছেলে

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৮ই এপ্রিল, ২০১৮: ময়নাগুরি পানবাড়ি নিবাসি যজ্ঞেশ্বর রায়, তার ছেলে নরেশ রায় কে নিয়ে জলপাইগুড়ি ডাক্তার দেখাতে আসে। মানসিক রোগে আক্রান্ত নরেশ রায়ের চিকিৎসার জন্যই তাকে জলপাইগুড়ি নিয়ে আসা হয়েছিলো। ডাক্তার দেখাতে যজ্ঞেশ্বর রায় বাড়ি থেকে মারুতি ভাড়া করে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার দেখানো হয়ে গেলে মারুতি ভ্যানে বসিয়ে নরেশ রায়ের বাবা যজ্ঞেশ্বর রায় ঔষধ কিনতে যায়। ঠিক তখনই ঔষধ কেনা হয়ে গেলে মারুতির সামনে গেলে দেখতে পায় তার ছেলে নরেশ রায় গাড়িতে নেই। বহু খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি তাকে। গতকাল জলপাইগুড়ি থানায় হারানো ডাইরি করে যজ্ঞেশ্বর রায়। যজ্ঞেশ্বর রায় বলেন তার ছেলের বয়স ২৫ বছর। সে মানসিক ভারসাম্যহীন। হারিয়ে যাবার সময় পরনে ছিলো খয়রি ফুল সার্ট ও সাদা প্রিন্টের হাফ সোয়েটার। গায়ের রঙ কালো উচ্চতা ৫’ ৩”। সংবাদ মাধ্যমকে যোগাযোগ করার এক মাত্র কারন যদি কেউ খোঁজ দিতে পারে তার ছেলের। তিনি আরও বলেন যে যদি যোগাযোগ কেউ পায় তাহলে তারা যে যেন এই নম্বর গুলোতে ফোন করে +91 9635366382 এবং +91 9932595268।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!