কাল বৈশাখীর দাপটে স্থব্ধ হয়ে গেল তিলোত্তমা কলকাতা, মৃত ৭

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই কলকাতা ১৭ই এপ্রিল, ২০১৮: আজ কলকাতায় সন্ধ্যার পরই চলে আসে কালবৈশাখী। একবার নয় পর পর দুদফায় ঝেড়ের জেরে লন্ডভন্ড হয়ে যায় তিলোত্তমা কলকাতা। প্রায় ৮৪-১০০ কিলোমিটার বেগে ঝড়ের দাপ্টে সন্ত্রস্ত হয়ে পরে শহরবাসী। শহরের একাধিক জায়গায় ভেঙে পড়েছে অসংখ্য গাছ। রেডরোডে দাঁড়িয়ে থাকার গাড়ি ওপর ভেঙে পড়ে গাছ। স্ট্রান্ড রোডে, সল্টলেকে, কাঁকুড়গাছি-বেলঘড়িয়া, দমদম তথা বিজন সেতুর কাছে গাছ এবং লাইট পোস্ট ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যাবার ঘটনা ঘটেছে। গাছ ভেঙে পড়েছে সল্টলেকেও।

আজকের ঝড়ে বিপর্যস্ত হয়ে পরে কলকাতা পুরসভাও। খবর পাওয়া গেছে ঝড়ের তাণ্ডবে কলকাতা এবং শহরতলিতে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুরসভা শহরের বিভিন্ন রাস্তায় কত গাছ ভেঙে পড়েছে তা দেখতে ইতিমধ্যেই সরেজমিনে পাঁচ সদস্যের টিম নেমে পড়েছে। এই ঝড়ে ব্যাহত বিমান পরিষেবে, মেট্রো পরিষেবা এবং রেল। সার্বিক ভাবে কলকাতাকে স্থব্দ করে দিয়েছে আজকের এই ঝড়।

ছবিঃ সংবাদ চিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!