উত্তর দিনাজপুরে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হচ্ছে গান্ধী জয়ন্তীর দিন থেকে
পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮: দেশের অন্যন্য শহর এবং জেলার মত আগামীকাল থেকেই শহর রায়গঞ্জ এবং সমগ্র উত্তর দিনাজপুর জেলায় জনবহুল এলাকায় প্রকাশ্যে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে। সমস্ত জেলা জুড়ে প্রকাশ্যে যে কোন জনবহুল এলাকায় যে কোন রকম তামাকজাত দ্রব্য সেবনের ওপর এই নিষেধাজ্ঞা জারি হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ প্রকাশ মৃধা। এই ব্যাপারে আগামীকাল সকাল ৯টা থেকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শিলিগুড়ি মোড় থেকে একটি র্যালি শহরের মূল পথ পরিক্রমা করবার কথা আছে। তামাকজাত দ্রব্য সেবনের কুফল এবং সমাজ ও স্বাস্থ্যের ওপর এর কুপ্রভাব এর বিষয়ে জনসচেতনা বাড়াতেই এই র্যালি আয়োজন। প্রকাশবাবু আরও জানান, মূলত যেসব স্থানে ২৫ জন বা তার অধিক মানুষের সমাগম হবে সেই সব স্থানে প্রকাশ্যে ধুমপান এবং তামাকজাত দ্রব্য সেবনের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কিন্তু এই নিষেধাজ্ঞা কেবলমাত্র ফাইন সংগ্রহ করবার জন্য নয়, মূলত ধূমপান সহ অন্যান্য তামাকজাত দ্রব্য সেবনের ফলে সমাজে সাধারণ মানুষের যে অপূরণীয় ক্ষতি হয়ে চলেছে সে ব্যাপারে সচেতন করবার জন্যই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। অন্যদিকে তিনি আরও জানান, একই সাথে জেলার বিভিন্ন শিক্ষাকেন্দ্রগুলির ১০০ গজের মধ্যে কোন দোকানে সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এছাড়া কোন দোকানদার ১৮ বছরের কম বয়সী ছেলেদের যাতে তামাকজাত দ্রব্য বিক্রি না করে সে ব্যাপারে সতর্ক করা হবে।
ফাইল চিত্র