শিলিগুড়িতে প্রাথমিক শিক্ষকেরা এন.সি.ই.আর.টি বেতন কাঠামো জন্যে করল মানব বন্ধন
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১লা অক্টোবর, ২০১৮: আজ উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উত্তরবঙ্গ শাখার ডাকে উত্তরকন্যা অভিযানের কর্মসূচী নেওয়া হয়। প্রশাসন শুধু মাত্র ৪জন প্রতিনিধিকেই যাবার অনুমতি দেয়। সেই অনুযায়ী শ্রী সঞ্জয় পালের নেতৃত্ব ৪ জনের প্রতিনিধি দল উত্তররন্যায় গিয়ে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে দাবীপত্র জমা দিয়ে আসেন। এর পাশাপাশি শিলিগুড়ির তিনবাত্তি হিন্দি স্কুলের মাঠে সমাবেশ করা হয় এসোসিয়েশনের পক্ষ থেকে।
সেখানে কেন্দ্রীয় এন.সি.ই.আর.টি নিয়ম অনুযায়ী পি.আর.টি স্কেল (এইচ.এস স্কেল) এর দাবীতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের শিক্ষকেরা যথা, শ্রী রথীন্দ্র নাথ রায়, শ্রী সৌগত লাহিড়ী, শ্রী জীবন মোদক, শ্রী শুভার্থী সাহা, শ্রী বিপ্লব কর্মকার, শ্রী ধীমান চৌধুরী শিক্ষিকা শ্রীমতী পুনম শর্মা প্রমুখ। এই মঞ্চ থেকে রাজ্য সরকারের কাছে এই সভার সভাপতিত্ব করেন শ্রী পলাশ লা্লা। এই সভা থেকে এও জানানো হয় যে রাজ্যে বর্তমানে প্রত্যেক প্রাথমিক শিক্ষক মাসে প্রায় ১০-১২ হাজার টাকা কম বেতন পাচ্ছে। এরপর তিনবাত্তি মোড়ে এসোসিয়েশনের সদস্যরা এক মানব (শিক্ষক) বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন যাতে প্রায় ৯০০ শিক্ষককের সামিল হওয়ার কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ছবি: উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন