খেলাশ্রী প্রকল্পের ফুটবল বিতরন সম্পন্ন হলো দক্ষিণ দিনাজপুরে

দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বালুরঘাট, ১১ই অক্টোবর ২০১৭: ফুটবলকে রাজ্যে জনপ্রিয় করে তুলতে মুখ্য মনএী মমতা বন্দোপাধ্যায়ের পরিকল্পনা মতো  বল বিতরন কর্মসূচী শুরু হলো দক্ষিন দিনাজপুর জেলা জুরে। মঙ্গলবার দিন কুমারগঞ্জ থানার পক্ষ থেকে থানা প্রাঙ্গনে  “খেলা শ্রী” এর ফুটবল বিতরন করা হয়। এদিনের ফুটবল বিতরন কর্মসূচী মূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদও চক্রবর্তী, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ক্ষেমসুন্দর মন্ডল, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায়, কুমারগঞ্জ থানার ওসি পার্থ ঝাঁ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ক্লাবের সদস্যরা সহ বিশিষ্ট জনেরা। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাছাই করা বেশ কয়েকটি ক্লাব কর্তৃপক্ষ, জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা, কলেজ  বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে ফুটবল তুলে দেওয়া হয়। কুমারগঞ্জ থানা সূএে জানাগেছে, এদিন মোট ১৭টি ক্লাব, ৯টি মাধ্যমিত স্কুল, ৯টি উচ্চ-মাধ্যমিক স্কুল, ৫টি মাদ্রাসা ও একটি কলেজ থেকে আগত প্রতিনিধি দের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এবিষয়ে কুমারগঞ্জ থানার ওসি পার্থ ঝাঁ জানান, মঙ্গলবার মোট ২০৫টি ফুটবল এবং ৪১টি নেট বিতরন করা হয়েছে। উল্লেখ্য, মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে চালু হয়েছে ‘খেলাশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে আরও এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছিল। রাজ্যের সব স্কুল ও ক্লাবগুলিকে ৫ টি করে ফুটবল প্রদান করা হবে সেই মতো এদিনের এই কর্মসূচীর আয়োজন করা হয়।

ছবিঃ দীপঙ্কর মিত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!