দক্ষিণ দিনাজপুরের কইগ্রামে মুক্তমঞ্চ নির্মাণ শুরু হল

দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই গঙ্গারামপুর, ১২ই অক্টোবর ২০১৭: সংস্কৃতি প্রিয় মানুষ জনের জন্য নতুন সাংস্কৃতিক দুয়ার উন্মোচনের উদ্দেশ্যে কৈগ্রামে শুরু হয়েছে মুক্তমঞ্চ নির্মানের কাজ। প্রত্যন্ত  গ্রামীন এলাকায় নব নির্মিত হতে চলা মুক্তমঞ্চকে কেন্দ্র করে খুশির আবহ বৈছে এলাকায়। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত কৈগ্রামে শুরু হওয়া এই মুক্তমঞ্চ নির্মানের জন্য বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ অর্পিতা ঘোষ তাঁর সাংসদ তহবিল থেকে প্রায় ১২ লক্ষ ৪২ হাজার টাকা বরাদ্দ করেছেন বলে জানাগেছে । স্থানীয় সূএে জানাগেছে, বহু বছর ধরেই কৈগ্রামে মুক্তমঞ্চে সংস্কৃতিক চর্চার পরিবেশ ছিল। তবে পুরোন মঞ্চটি জরাজীর্ণ হয়ে পরায় অনুষ্ঠান পরিচালনার কার্য ব্যহত হচ্ছিল। এমতাবস্তায় নতুন করে মুক্তমঞ্চ নির্মানের কাজ শুরু হওয়ায় কৈগ্রাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পুনরায় সংস্কৃতির জোয়ার আসবে বলে মনে করছেন এলাকার অগনিত সাধারন মানুষ । মুক্তমঞ্চের কর্মকর্তা  দের মাধ্যমে জানাগেছে, যে রূপ ভাবে কাজ চলছে তাতে এবছরের ডিসেম্বর মাস নাগাত মুক্তমঞ্চের নির্মান কার্য সম্পন্ন হবে বলে মনে করছেন তারা। জানুয়ারী মাসের মধ্যে শুভো উদ্বোধনের মাধ্যমে একটি যাএাপালা প্রতিযোগিতার আয়োজন করার ইচ্ছে রয়েছে তাদের। পাশাপাশি স্থানীয় ও বহিরাগত দল গুলির মিলিত যাএা কৈগ্রাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ জনেদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও সুস্থ বিনোদনের নুতন দুয়ার উন্মোচিত হবে এই মুক্তমঞ্চের মাধ্যমে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!