ফালাকাটায় টোটো চলাচলের নতুন নিয়ম চালু করল ফালাকাটা টোটো ইউনিয়ন
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৮শে ফেব্রুয়ারি, ২০২১: ফালাকাটা টোটো ইউনিয়নের পক্ষ থেকে ফালাকাটা টোটো চালকদের নতুন নিয়ম চালু হলো রবিবার থেকে। জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত টোটো চলাচলের ক্ষেত্রে নিয়মগুলি থাকছে। যেমন অসুস্থ যাত্রীদের জন্য কোন নিয়ম থাকছেনা রিজার্ভ নিয়ে। যে কোন স্থানে যাওয়া যাবে, যেকোনো সময় পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, এছাড়াও দুর্গাপূজা এবং কালী পূজার নিয়ম পরিবর্তন হবে। নিজের পরিবারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যে যে রোড এর ক্ষেত্রে ছাড়পত্র পেয়েছেন তারা নির্ধারিত এলাকাতেই চলাচল করতে হবে। ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে টোটো চালক দের এবং সমস্ত টোটো চালক কে যথাযথভাবে ট্রাফিক নিয়ম মেনে চলা চল করতে হবে। এদিন ফালাকাটার ট্রাফিক মোড়ে একটি সভা করে এই নিয়ম চালু করল ফালাকাটা টোটো ইউনিয়ান।এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি ফালাকাটা ব্লক সভাপতি অশোক সাহা, ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায়, সংখ্যালঘু সেল এর জেলা সভাপতি আব্দুল মান্নান সহ অনেকেই।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)