আজ মহাষষ্ঠীর উদ্বোধন হল কুচবিহার পুন্ডিবাড়ী ব্রাইট ইউনিটের শারদীয়া মণ্ডপ

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৫ই অক্টোবর, ২০১৮: আজ মহাষষ্ঠীর সন্ধ্যায় শুভ সূচনা হল পুন্ডিবাড়ী ব্রাইট ইউনিটের শারদীয়া দুর্গোৎসব ২০১৮র। উদ্বোধনের সময় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পূজা প্রাঙ্গণে। পুন্ডিবাড়ী ব্রাইট ইউনিটের শারদীয় দুর্গোৎসব ২০১৮র শুভ উদ্বোধন করেন কুচবিহার ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী গোপাল সরকার মহাশয়। গোপাল বাবু কে ছারাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লার সভাপতি শ্রী পঙ্কজ সাহা, সম্পাদক শ্রী সঞ্জীব দে সহ আরও অনেকে। এবার মহালয়ার দিন অনুষ্ঠিত হওয়া অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের নামও ঘোষনা করা হয়। অঙ্কন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে প্রথম ইমন সাহা, দ্বিতীয় দ্বীপশিখা রায়, তৃতীয় রুদ্রশেখর পাল, ‘খ’ বিভাগে প্রথম হয় জয়িতা দেবনাথ, দ্বিতীয় রাজদ্বীপ সরকার, তৃতীয় বেদান্ত চৌধুরী, ‘গ’ বিভাগে প্রথম হয় রাজ সাহা, দ্বিতীয় মৌসুমী রায়, তৃতীয় আদিত্য সাহা। আজ মোট মোট ৪০জন প্রতিযোগিকে পুরষ্কৃত করা হয়। এছারাও এদিনের মঞ্চ থেকে ৪০জন দুঃস্থদের হাতে নতুন পোষাক তুলে দেওয়া হয়। ক্লাব সম্পাদক সঞ্জীব দে জানান, “পুন্ডিবাড়ীর একমাত্র পুন্ডিবাড়ী ব্রাইট ইউনিট সারা বছর সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, বস্ত্রদানসহ নানা সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকে, এটাই অন্যদের সাথে আমাদের পাথর্ক্য”।

তথ্য, ছবি ও ভিডিও: রানা দে (কুচবিহার)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!