এবছরের গণ্ডার শুমারি শুরু হল গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, গরুমারা, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯: গরুমারার পর এবার জলদাপাড়া অভয়ারণ্য গণ্ডার গণনা শুরু হতে চলেছে ১৫ ও ১৬ ই ফেব্রুয়ারি। গত ২০১৫ সালের পর চার বছর অন্তর এবছর ২০১৯ সালে আবার এই গণনা করা হচ্ছে। গত চার বছর আগে গণ্ডারের মোট সংখ্যা ছিল ২০৭। এবছর বন দপ্তরের সঙ্গে একটি বেসরকারি সংস্থা এই কাজে সাহায্য করছে। সিসিএফ উজ্জ্বল ঘোষ জানান এবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে গননা করা হবে। গণ্ডারের মল, ডিএনএ টেষ্ট এবং জিপিএস ও জিআইএস এর ব্যবহার করা হবে। মল সংগ্রহ করে সেটা ল্যাবে পাঠানো হবে। বন্যপ্রাণ সাথী নামের সংস্থার সদস্য সমীরণ চক্রবর্তী জানান আগামী দুদিন তাদের দলের সদস্যরা বনদপ্তরের সঙ্গে কাজ করবে।

ছবিঃ ফাইলচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!