ফালাকাটায় জমির মিউটেশন করার জন্যে পঞ্চায়েতের নকল প্যাড ব্যাবহারের অভিযোগ
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯: জমির মিউটেশন বা খতিয়ান করার জন্য গ্রাম পঞ্চায়েতের লেটার প্যাড অবৈধভাবে ছাপিয়ে ব্যাবহার করছে ফালাকাটা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অসাধু কর্মচারী, মুহুরী ও দালাল, এমনই অভিযোগ করল ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য্য। এই অভিযোগ তুলে প্রমাণ সহ লিখিত ভাবে ফালাকাটা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের জানান হলো ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এর সাথে আরও জানানো হয় এই অসাধু চক্রের বিরুদ্ধে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ জানান হবে। এই বিষয়ে ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য্য জানান, “বিষয়টি আমার সামনে আসার সাথে সাথেই ফালাকাটা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সমস্ত প্রমাণ সহ জানিয়ে দিয়েছি। এরপর এই অসাধু চক্রের বিরুদ্ধে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ জানান হবে”। ফালাকাটা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দপ্তরের কাজে বাইরে থাকায় দায়িত্বপ্রাপ্ত রেভিনিউ অফিসার শ্রী মোহিনী প্রসাদ মন্ডল বলেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের সই ও লেটার প্যাড চেক করা সম্ভব নয়। এই বিষয়টি এখন নজরে আশায় আমরা আরও সতর্ক ভাবে কাজ করব আর আমাদের এখানে একটিও সরকারি লাইসেন্স প্রাপ্ত মুহুরী নেই। দালালচক্র বন্ধের জন্য আমরা জনগণের সাহায্য চাইছি”। এই বিষয়ে ফালাকাটা ব্লক কৃষাণ ও খেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শ্রী সুনীল রায় বলেন, “ফালাকাটা বি.এল.এল.আর.ও অফিস চত্তর দালালে ভরে গেছে। আমরা এই দালাল চক্র বন্ধের জন্য এর আগে ডেপুটেশন দিয়েছি কোন কাজ হয়নি। আজ আবার ডেপুটেশন দিলাম। এরপরেও দালাল চক্র বন্ধ না হবে আমরা পথে নামব”।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)