চাকুলিয়ায় পিক আপ ভ্যানের চাপায় মৃত্যু আইসিডিএস সুপারভাইজারের

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, চাকুলিয়া, ১৩ই ফেব্রুয়ারি, ২০১৯: উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার পাটহাটি এলাকায় দুর্ঘটনায় আইসিডিএস সুপারভাইজারের মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, বালিগুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করে চাকুলিয়া ব্লকের অফিসে ফেরার পথে পাটহাটি এলাকায় স্কুটি চালক নিয়ন্ত্রন হারালে স্কুটির পেছন থেকে ছিটকে সড়কে পড়ে গেলে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আইসিডিএস সুপারভাইজার শ্রীমতী সুতপা সিনহা রায় (৫০) এর। স্থানীয়রা আইসিডিএস সুপারভাইজার সুতপা সিনহা রায়কে তড়িঘড়ি চাকুলিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। সুতপা সিনহা রায় গোয়ালপোখর-২ ব্লকের আইসিডিএস দপ্তরে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। মৃতার স্বামী দুলাল চন্দ্র রায় ভারতীয় জীবন বীমায় উচ্চ পদে ইসলামপুর শাখায় কর্মরত। বাড়ি ইসলামপুর থানার শিবডাঙি পাড়ায়। এই ঘটনায় চৈতালি সিংহ নামে আরও এক জন আআইডিএস কর্মী আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি চাকুলিয়া হাসপাতালে ছুটে আসেন গোয়ালপোখর-২ নম্বর ব্লকের বিডিও সুপ্রেম দাস। সুপারভাইজারের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন সমস্ত আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীরা জানান এদিন বালিগুড়ায় একটি আইসিডিএস সেন্টারে ভিজিট করতে যান সুতপা, ভিজিট করে ফেরার পথে পাটহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে চাকুলিয়া থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!