হায়েদ্রাবাদের বীজ দিয়ে দারুন সজনে ফলালেন ময়নাগুরির কৃষক অজিত
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ময়নাগুরি, ১লা মে, ২০১৮: ময়নাগুরি ব্যঙকান্দি গ্রামের কৃষক অজিত সরকার এই প্রথম ময়নাগুরি ব্লকে সজনা বীজ থেকে সজনা চাষ করে যেমন লাভবান সেই সঙ্গে গ্রামের অন্যান্য কৃষকদের এই লাভজনক সজনা চাষে এগিয়ে আসার আহ্ববান জানান। অজিত সরকার বলেন তিনি এই সজনা বীজ হায়দ্রাবাদ থেকে এনে এই প্রথম তার জমিতে লাগান।তিনি বলেন প্রতিটি বীজের দাম ১ টাকা থেকে ২ টাকা। প্রতি বিঘা জমিতে ৮০০ চারা গাছ লাগানো যায়। প্রতিটি গাছ থেকে ১০ থেকে ১২ কেজি সজনা এক মরশুমে পাওয়া যায়। এই সজনা গাছ শীতকাল এবং গ্রীষ্মকাল দু মরশুমেই ফলন দেয়। তিনি আরো বলেন এই সজনা চাষে কোন প্রকার রাসায়নিক ব্যবহার না করলেও চলে। তাই একদিকে এই সজনা খেলে মানুষের কোন ক্ষতি করে না সেই সঙ্গে দাম ও পাওয়া যায় প্রচুর। এক কেজি সজনা বাজারে পাইকারি মূল্য ৪০ থেকে ৫০ টাকা। এক বিঘা জমিতে এই সজনা চাষ করলে সব খরচ বাদ দিয়েও এক মরশুমে প্রায় ৪০ হাজার টাকা বিঘা প্রতি আয় হয়। সেই সঙ্গে এই সজনা চাষে পোকামাকড় এর হাত থেকে বাচতে ট্রেপ ব্যবহার করা হয়, যেটা সম্পূর্ণ রাসায়নিক মূক্ত। তাই তিনি প্রতিটি কৃষককেই এই চাষে উৎসাহ দেওয়ার জন্যই এবং সেই সঙ্গে প্রতিটি কৃষক আমার মত বছরে যেন লাভবান হতে পারে তা দাবি রাখেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)