কুচবিহারে মনোনয়ন প্রত্যাহারের জন্যে বিজেপির বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৮শে এপ্রিল, ২০১৮: বিনা প্রতিদ্বন্দীতায় পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করা তৃণমূল কংগ্রেসের এখন অভ্যেস হয়ে দাড়িয়েছে। মনোনয়ন জমা দিতে বাধা, বাধা বিপত্তি পেড়িয়ে বিরোধীরা মনোনয়ন জমা দিলেও বিরোধীদের প্রার্থী পদ প্রত্যাহারের জন্য এলাকায় এলাকায় সন্ত্রাস অপহরণ সহ ভাঙচুর করা হচ্ছে বিজেপি কর্মীদের বাড়ী ঘর দোকন-পাট। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনই অভিযোগ কুচবিহার জেলা বিজেপির। শুক্রবার রাতে কুচবিহার ২ নং ব্লকের রাজারহাট অঞ্চলের কামিনির ঘাঁট এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। জেলা বিজেপি সভাপিত শ্রী নিখলরঞ্জন দে জানান, বিজেপি কর্মী শ্রী পার্থ পালের স্ত্রী বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিল করেন। এবার মনোনয়ন প্রত্যাহারের জন্য মাঝ রাতে হামলা চালানো হয় তার বাড়ীতে, শুধু পার্থ পালের বাড়ীই নয় হামলা চালানো হয় এই এলাকার বেশ কয়েকটি বাড়ীতে যারা বিজেপি করেন বলে নিখল বাবুর দাবী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা বিজেপি সভাপিত নিখলরঞ্জন দে আরো জানান, জেলা জুড়ে তৃনমুলিদের অত্যাচারের কারনে জেলা পার্টি অফিসে ১৫০টি পরিবার আশ্রয় নিয়েছেন।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)