অনুষ্ঠিত হলো শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের টাইটানস্ অফ দ্যা মিডিয়া – ২০১৮

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৪ঠা অক্টোবর, ২০১৮: বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব ও রাউন্ড টেবিল ইন্ডিয়ার যৌথ উদ্যোগে শহরের উত্তরকন্যায় আয়োজন করা হয় ৩য় বর্ষীয় সাংবাদিক সম্মান উৎসবের, “টাইটানস্ অফ দ‍্য মিডিয়া”।

এদিন বিভিন্ন জেলার তথা শহর শিলিগুড়ির বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম, মুদ্রণ মাধ্যম ও আলোকচিত্রকরদের মিলিয়ে মোট ২৫ জনের হাতে সম্মান তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায় সহিত শ্রী ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি বিষয়ক ও পর্যটন মন্ত্রী তথা বিশিষ্ট গায়ক, শ্রী গৌতম দেব, উত্তরবঙ্গ পর্যটন মন্ত্রী, শ্রী সৌরভ চক্রবর্তী, সভাপতি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ছাড়াও শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরোধী দলনেতা শ্রী নান্টু পাল।

যে সমস্ত সুধী সাংবাদিকদের হাতে আজ সম্মান তুলে দেওয়া হয় তাঁরা হলেনঃ –

সেরা সাংবাদিক (ইলেক্ট্রনিক মাধ্যম)
নামজেলাসংবাদ সংস্থা
বিনয় শঙ্করদার্জিলিংকলকাতা টিভি
মনোজ রাইকালিম্পংজি ২৪ ঘন্টা
রনি চৌধুরিজলপাইগুড়িনিউজ ১৮ বাংলা
স্বপ্নশীষ চক্রবর্তীআলিপুরদুয়ারনিউজ টাইম
অনুপম সাহাকুচবিহারকলকাতা টিভি
অভিষেক দাসমালদানিউজ টাইম
ভবানন্দ সিংহউত্তর দিনাজপুরজি ২৪ ঘন্টা
শংকর কুমার রায়দক্ষিণ দিনাজপুরক্যালকাটা নিউজ
সন্দীপ সরকারশিলিগুড়িক্যালকাটা নিউজ
সেরা সাংবাদিক (মুদ্রন মাধ্যম)
বিবেক ছেত্রীদার্জিলিংদ্যা টেলিগ্রাফ
নিশা ছেত্রীকালিংপংদ্যা স্টেটসম্যান
পিনাক প্রিয় ভট্টাচার্য্যজলপাইগুড়িদ্যা টাইমস অফ ইন্ডিয়া
মইনুদ্দিন চিশতীকুচবিহারদ্যা টেলিগ্রাফ
রাজশ্রী প্রসাদমালদাউত্তরবঙ্গ সংবাদ
কৌশিক সেনউত্তর দিনাজপুরদ্যা টেলিগ্রাফ
অনুপ রতন মোহন্তদক্ষিণ দিনাজপুরআনন্দবাজার পত্রিকা
সঞ্জীব মন্ডলশিলিগুড়িসংবাদ প্রতিদিন
সেরা আলোকচিত্রি
ধনরাজ ঘিসিংদার্জিলিংবর্তমান
সন্দীপ পালজলপাইগুড়িআনন্দবাজার পত্রিকা
আয়ুষ্মান চক্রবর্তীআলিপুরদুয়ারউত্তরবঙ্গ সংবাদ
হিমাংশু রঞ্জন দেবকুচবিহারআনন্দবাজার পত্রিকা
পঙ্কজ ঘোষমালদাউত্তরবঙ্গ সংবাদ
হিমাংশু দাসউত্তর দিনাজপুরআজকাল
মজিদুর সরদারদক্ষিণ দিনাজপুরউত্তরবঙ্গ সংবাদ
বলাই সূত্রধরশিলিগুড়িউত্তরবঙ্গ সংবাদ

ছবি ও ভিডিও: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!