দারিভিট উচ্চ বিদ্যালয়ের গেটে নিহত ছাত্রের মায়েদের অবস্থান বিক্ষোভ

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১লা অক্টোবর, ২০১৮: ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আদেশ না দেওয়া পর্যন্ত খুলতে দেওয়া হবে না দাড়িভিট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের গেটে পথ আটকে গ্রামের মহিলাদের নিয়ে বিক্ষোভ অবরোধ নিহত দুই ছাত্র তাপস ও রাজেশের মায়ের। বিক্ষোভ অবস্থান কর্মসূচীতে আন্দোলনরত মহিলাদের দাবি যতদিন না ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত শুরু হচ্ছে ততদিন দাড়িভিট বিদ্যালয় চালু করতে দেওয়া হবেনা। পুলিশের গুলিতে মৃত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাপস বর্মনের মা মঞ্জু বর্মন জানিয়েছেন, এই গ্রামের হাজার হাজার তাপসের মা এই আন্দোলনে শামিল হবেন। প্রশাসন যদি জোর জবরদস্তি করে তাহলে তাদের মৃতদেহের উপর দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে। রাজেশের মা ঝর্না সরকার জানিয়েছেন, সিবিআই তদন্ত না দেওয়া পর্যন্ত তারা দাড়িভিট বিদ্যালয় খুলতে দেবেননা তারা। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ছাত্র পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল বিদ্যালয়ের প্রাক্তন দুই ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের। এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সিআইডির হাতে। কিন্তু মৃত ছাত্রদের পরিবার ও গ্রামের মানুষের মানুষ দাবি তুলেছেন ঘটনার সিবিআই তদন্তের। গতকাল বিদ্যালয় চালু করার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে মিটিং করার জন্য দাড়িভিট গ্রামে মাইকিং করা হয়। সেই মাইকিং শুনেই আজ সকাল থেকে গ্রামের মহিলাদের নিয়ে নিহত ছাত্র তাপস বর্মনের মা গ্রামের মহিলাদের নিয়ে স্কুলের গেটে অবরোধ বিক্ষোভ শুরু করে।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!