স্থানীয়দের উপর র‍্যাগিং এর অভিযোগ জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১০ই জানুয়ারি ২০১৮: স্থানীয় ছাত্রদের উপর র‍্যাগিং এর অভিযোগ উঠল জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ হোস্টেলের ছাত্রদের বিরুদ্ধে। ঐ কলেজ পড়ুয়া স্থানীয় ছয় ছাত্রকে ব্যাপক মারধর করা হয় এবং একজনের মাথা  ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কোতোয়ালি থানায় হস্টেলের ১২জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের আক্রান্ত ছাত্রদের। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। নিজেদের মধ্যে হাসিঠাট্টা করছিলেন দ্বিতীয় বর্ষের কিছু স্থানীয় ছাত্র। তখন হস্টেলের কিছু ছাত্র তাদের গালিগালাজ করে। দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। প্রাথমিকভাবে অধ্যাপকরা বিষয়টি মিটিয়ে দেয়।

অভিযোগ পরে ফের হস্টেলের প্রায় পঞ্চাশজন ছাত্র ফের স্থানীয় ছাত্রদের ওপর চড়াও হয়। বোল্ডার দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বিভাস বর্মণ নামে এক ছাত্রের। আরও পাচ ছাত্রকে মারধোর করা হয়। অভিযোগ জানাতে দেওয়া হয়নি প্রিন্সিপালের কাছেও। স্থানীয় ছাত্ররা অভিযোগ জানিয়েছে, হোস্টলে থাকা ছাত্ররা প্রতিনিয়ত তাদের ওপর র‍্যাগিং চালায়। প্রিন্সিপালকে একাধিকবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এদিন সংবাদ মাধ্যম সংবাদ সংগ্রহে গেলে তাদেরও হুমকি দেয় হস্টেলের ছাত্ররা।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

 

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!